শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০৩ am
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে সরকারি জায়গায় অবস্থিত শেড দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে পৌর দুই কাউন্সিলের বিরুদ্ধে। শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সময় সরেজমিনে গিয়ে ইট দিয়ে অবৈধভাবে শেডের জায়গায় দখল করে দোকানঘর নির্মাণ কাজ করতে দেখা যায়।
কেশহরহাট বাজারের স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ প্রায় ৩০ বছর আগে কেশরহাট বাজারে জনসাধারণের সুবিধার জন্য টিনের ছাউনি দিয়ে সরাসরি ভাবে পাশাপাশি ছয়টি শেড নির্মাণ করা হয়। প্রতি সপ্তাহে শনিবার ও বধবার হাট বারে ওই সকল শেড গুলোতে সাধারণ ব্যবসায়ীরা অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে কেশরহাট পৌরসভার নাম ভাঙ্গিয়ে বর্তমান দুইজন পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার ও হাফিজুর রহমান বকুল একটি শেড দখল করে শুক্রবার সকাল থেকে অবৈধভাবে ইট দিয়ে দোকানঘর নির্মাণ করতে থাকে। বিষয়টি হাটের ব্যবসায়ীরা জানতে পাওয়ায় পর প্রতিবাদ করতে থাকলে তারা তাদের কথায় কোনো কর্ণপাত না করে ইচ্ছামত নির্মাণ কাজ চালিয়ে যান। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি কেশরহাট পৌর কতৃপক্ষ ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার কেশরহাট ভূমি অফিসের লোক পাঠিয়ে নির্মাণ কাজটি বন্ধ করে দেন।
কেশরহাট পৌরসভার অভিযুক্ত দুই পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার ও হাফিজুর রহমান বকুল বলেন, পৌরসভার সিধান্তক্রমেই শেডে দোকানঘর নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু বিভিন্ন সমস্যার জন্য নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।
এবিষয়ে কেশরহাট পৌরসভার মেয়র মো. শহিদুজ্জামান শহীদের সাথে ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, খবর পাওয়ার পর লোক পাঠিয়ে অবৈধ নির্মাণ কাজটি বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রা/অ