রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১২ pm
ইমরান হোসাইন :
রাজশাহীর তানোরে এমপি ফারুক চৌধুরী বিএনপির প্রভাবশালী দুই নেতাকে আওয়ামী লীগে যোগদানের জন্য কাগজের মালা পড়িয়েছেন। এনিয়ে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। আজ (১৯ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিএমডিএর ৫২৯ জন গভীর নলকূপ (ডিপ) অপারেটদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপির ওই দুই নেতাকে দলবদলে কাগজের মালা পড়িয়ে আ.লীগে যোগদান করান এমপি।
তাঁদের একজন তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপির বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন। অপরজন মুন্ডুমালা পৌর বিএনপির সহসভাপতি আফসারুজ্জামান প্রামানিক। পরে ওই দুই নেতার আ.লীগে যোগদানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে বিষয়টি ভাইরাল হয়ে যায়। তবে, ওই অনুষ্ঠানে চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন তার ইউপি এলাকার উন্নয়নে এমপির পাশে থেকে কাজ করার অঙ্গিকারে এমন কাগজের মালাবরণ করেছেন। কিন্তু দল বদলে নয়, বলে জানান তিনি। অপরদিকে, আফসারুজ্জামান প্রামানিক এমপি ফারুক চৌধুরীর সম্মানে মঞ্চে উঠে দলবদলে কাগজের মালা গ্রহণ করেন। পরে এমপির আচার ব্যবহারে মুগ্ধ হয়ে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সামনের চেয়ারে বসে এমপির বক্তব্যে সমানে করতালি দেন তিনি।
জানা গেছে, উপজেলা প্রশাসন ও তানোর বিএমডিএর যৌথ আয়োজনে পরিষদ চত্বরে বৃহস্পতিবার দুপুরে কৃষি উৎপাদনের বিদ্যমান গতিশীলতা অক্ষুন্ন রাখা ও পানি সংকট উত্তোরনের লক্ষ্যে বিএমডিএর গভীর নলকূপ অপারেটদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজাশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী এবং জেলা আ.লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী। রা/অ