শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০১ am
নিজস্ব প্রতিবেদক :
আলোচনা সভা, আড্ডা ও কেক কাটার মধ্য দিয়ে রাজশাহীতে সমকালের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর লবঙ্গ চাইনিজ অ্যান্ড ফাস্টফুড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ রাজশাহী জেলা শাখা।
জেলা সুহৃদ সমাবেশের সভাপতি ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, ‘অন্যতম জনপ্রিয় পত্রিকা সমকাল ১৯ বছরে পদার্পণ করল। এ চলার পথ আরও দীর্ঘদিন থাকবে। দেশের তৃণমূল মানুষের সুখ-দুঃখের কথা তুলে আনবে পত্রিকাটি।’
সমকালের রাজশাহী ব্যুরোপ্রধান সৌরভ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত, রাবি শিক্ষক অধ্যাপক সফিকুল ইসলাম, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক হাসানাত আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জুবাইদা আয়েশা সিদ্দিকা।
এছাড়াও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাসদের মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলী প্রমুখ। রা/অ