রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৭ pm
মো. বকুল হোসেন, তানোর :
রাজশাহী তানোরে ছাত্র ও ছাত্রীদের টেকসই ও সমন্বিত ওয়াটার, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে অস্বাস্থ্যকর ল্যাট্রিন, দুষিত পানি এবং অনিরাপদ স্বাস্থ্য অভ্যাসের কারণে সৃষ্ট দূষণচক্রের অবসানকল্পে কাজ করছে ব্রাক।
এসব উদ্যোগের স্থায়িত্বশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এই কমসূর্চি তার আওতাধীন সকল শিক্ষার্থীদের মধ্যে অংশীদারিত্বের বোধ জাগিয়ে তোলে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সংযোগ তৈরি করে দেয়।
সংশ্লিষ্ট জানা গেছে, বুধবার ১১ অক্টোবর সকাল ১১টার সময় তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাক তানোর শাখার প্র্রোগ্রাম কো-অডিনেটর আবু রায়হান, প্র্রোগ্রাম কো-অডিনেটর মো. ফয়জুর রহমান, টেকনিক্যাল অফিসার হাবিবুর রহমান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বকুল হোসেন আব্দুল জালিল, আনোয়ার হোসেন ও আব্দুস সাত্তার সরকার প্রমুখ।
এসময় প্রধান অতিথি ওয়াটার, স্যনিটেশন ও হাইজিন এর ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে তিনি তানোর উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কেয়ারটেকারদের প্রশিক্ষণ কমসূর্চিতে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্রাক কর্মসূচি কাজের ক্ষেত্র হল পানি (পানির পুরোনো উৎসের প্রয়োজনীয় সংস্কার এবং অগ্রসর প্রযুক্তির ব্যবহার) স্যনিটেশন (স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, হাইজিন (স্বাস্থ্য বিষয়ে আচরণগত পরিবতর্নে সহায়তা), স্কুল স্যানিটেশন ও হাইজিন শিক্ষা (মেয়েদের জন্য স্যানিটেশন সুবিধা ও হাইজিন শিক্ষার ব্যবস্থ্যা) এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (স্থানীয় সরকারি প্রতিষ্ঠনসমূহ, উদ্যোক্তা ও কর্সূচির অন্য অংশীদারদের সহযোগীতা প্রদান)।
এই ওয়াশ কচির আওতায় সারা বাংলাদেশে ব্রাক ১৫০টি উপজেলার ন্যায় তানোর উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য হাইজিন শিক্ষাও স্যানিটারি ল্যাট্রিন এবং সকল শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয় ।এর ফলে ছাত্র / ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। রা/অ