রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০০ pm
বিশ্বজিৎ চৌধুরী, তানোর :
জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি, এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ (৬ অক্টোবর) শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা পরিবার-পরিকল্পনা অফিসার মো. মুনসুর আলী। সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. জাকারিয়া, তানোর ও মুন্ডুমালা পৌরসভার কাউন্সিলরবৃন্দ ছাড়াও কলমা ও সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
ইউএনও মো. বিল্লাল হোসেন বলেন, ১৮ ধরনের নাগরিক সেবার জন্য জন্ম নিবন্ধন করা জরুরি। এছাড়াও মৃত ব্যক্তির ওয়ারিশানদের ৪ ধরনের সেবার জন্য মৃত্যু নিবন্ধন করাও আবশ্যক। তিনি তানোর উপজেলায় শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন এর জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের মেম্বারগণ, ইউপি সচিবগণ, গ্রামপুলিশ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিপুল পরিমান লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রা/অ