রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৮ am
মো. আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
বাগমারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৪, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমূখ।
শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৫৫০ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি সার, ২০ কেজি করে এমওপি সার, ৫ কেজি করে জৈব সার, ২ ধরনের কীটনাশক, ২ ধরনের সুতলি ও পলিথিন এবং নগদ ২ হাজার ৮০০ টাকা করে অ্যাপসে দেওয়া হয়। রা/অ