রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:০৬ pm

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
রামেক হাসপাতালে ডেঙ্গুতে প্রথম শিশুর মৃত্যু, ভর্তি ৪৯

রামেক হাসপাতালে ডেঙ্গুতে প্রথম শিশুর মৃত্যু, ভর্তি ৪৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে এটাই এ হাসপাতালে প্রথম শিশুর মৃত্যুর ঘটনা। আজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ডেঙ্গুতে মারা যাওয়া শিশুর নাম তাওহীদ ইসলাম। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে। তবে অন্য ১০ জনের মধ্যে ৮ জনের বয়সই ৬০ বছরের অধিক ছিল। একজনের ৫০ বছরের নিচে ছিল। আরেকজনের বয়স ছিল ২০ বছর।

এদিকে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে ১৮২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এটি চলতি বছরের সর্বোচ্চ। আজ শনিবার দুপুরে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, এই প্রথম হাসপাতালে এক শিশু মারা গেল। তাকে সর্বাত্মক চিকিৎসা দেওয়া হয়েছে। এই রোগীর কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। রোগীটি মাত্র এক দিনের জ্বরেই কাবু হয়ে পড়ে। জ্বরের সঙ্গে তার তীব্র মাথাব্যথা ছিল। এতে দুর্বল হয়ে পড়লে ওই রোগীটিকে ২৪ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু রোগীর অবস্থা ধীরে ধীরে আরও নাজুক হয়ে পড়ে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ২৮ সেপ্টেম্বর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে শনিবার ভোরে মারা যায়।

হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৯৭ জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজশাহীর স্থানীয় রোগী ছিল ১ হাজার ৩৬৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৯০৪ জন। মারা গেছেন ১১ জন রোগী। প্রথম রোগী মারা যান চলতি বছরের ৮ জুলাই। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৮২ জন রোগী। আর এই ১৮২ জন রোগীর মধ্যে ১৭৩ জনই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, হাসপাতালে সক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি আছেন। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছেন। শুধু তা–ই নয়, যেসব এলাকায় বড় বড় হাসপাতাল আছে, সেসব এলাকা থেকেও এই হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন। এভাবে রোগী বাড়তে থাকলে চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে পড়বে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনোয়ারুল কবীর বলেন, চলতি বছর রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সূত্র : প্রথম আলো

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.