শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৬ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। তানোর উপজেলা প্রশাসনের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দিবসটি উদযাপনের লক্ষ্যে তানোর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আসরের নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে সকল সরকারি-আধাসরকারি ভবন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা পরিপূর্ণভাবে উত্তোলন করা হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত করেন তানোর উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম এখলাসুর রহমান। এরআগে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য দেন ইউএনও। এসময় বিপুল সংখ্যক মুসল্লি দোয়া অনুষ্ঠানে অংশ নেয়।/অ