রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:১০ am
মো. শাকিল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) :
স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভিসা নীতিতে আমরা কোনভাবেই শংকিত নই। আমরা দেশের সংবিধান মেনেই দেশ পরিচালনা করবো। সংবিধান মেনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করবো। দেশের মানুষ আমাদের পাশে রয়েছে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছে তা এ দেশের মানুষ ভুলবে না। শেখ হাসিনার কোন বিকল্প নাই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। ২৭ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১২টায় নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি আরো বলেন, আমি দেশের এমন কোন এলাকা নাই, যেখানে যাই নাই। অনেক প্রত্যন্ত অঞ্চলেও গিয়েছি সেখানেও বিদ্যুৎ রাস্তা সব কিছু তারা পেয়েছে। দেশের এক কোটিরও উপরে নারী পুরুষ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পায়। আর এ সব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণে। শেখ হাসিনা আছে বলেই, দেশ আজ উন্নয়নের চরম শেখরে পৌচেছে।
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান পৃষ্টপোষক হিসাবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ও স্বাগত বক্তব্য দেন, নওগাঁ জেলা পুলিশ সুপার রাশিদুল হক।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফারজানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেননওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামার সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিমুদ্দিন তরফদার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা ও র্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ ও অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম প্রমূখ। রা/অ