শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৭ am

সংবাদ শিরোনাম ::
তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী
গোদাগাড়ীতে স্বর্ণের চেন চুরির দায়ে ৪ নারী আটক

গোদাগাড়ীতে স্বর্ণের চেন চুরির দায়ে ৪ নারী আটক

রবিউল ইসলাম মিনাল (নিজস্ব প্রতিবেদক) গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমতলী সরকারি মেডিকেল হাসপাতালে আজ ২৪ সেপ্টেম্বর রোববার সকাল অনুমান সাড়ে ৯ ঘটিকার সময় স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটে। এঘটনায় মোসা. সুফিয়া খাতুন (৫০), স্বামী- মো. গোলাম মোস্তফা, সাং- শেখপুর, ইউপি- গোগ্রাম, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীর গলার স্বর্ণের কেচি দিয়ে কাটার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণ ও পুলিশের সহায়তায় তাদের করা হয়।

আটককৃত আসামী ১। মোসা. সেলিনা আক্তার জোসনা (৪০), স্বামী- মোঃ ওস্তার আলী কালাচান, পিতা- মো. নূর মিয়া, ২। মোসা. রুমানা আক্তার আঁখি (২০), স্বামী- মো. মজনু, পিতা- মো. ওস্তার আলী কাঁলাচান, ৩। মোসা. সুবর্ণা খাতুন চাঁদনী (২১), স্বামী- মৃত আকাশ, পিতা- মো. ওস্তার আলী (২) কাঁলাচান, ৪। মোসা. শিরিনা আক্তার জুমা (৩০), স্বামী- মো. আলাউদ্দিন জামাল, সকলের সাং- ডরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এদেরকে আটক করে রাখে পরে প্রেমতলী পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়।

মোসা. সুফিয়া খাতুন একসাথে কথা বললে তিনি জানান, আমি আমার ডায়াবেটিস রোগের কিছু ঔষধ নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোদাগাড়ী (প্রেমতলী) রাজশাহীতে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সিরিয়াল অনুযায়ী লাইনে দাঁড়িয়েছিলাম। আমার পেছনে উক্ত ১নং আসামী সেলিনা ও ২নং আসামী রুমানা এবং আমার সামনে ৩নং আসামী সুবর্ণা ও ৪নং আসামী শিরিনা একই সারিতে দাঁড়িয়ে একই উদ্দেশ্যে সাধনকল্পে চুরি করার নিমিত্তে ইচ্ছাকৃতভাবে ধাক্কাধাক্কি করিয়া আমাকে ঘিরে ধরে।

তারপর আমার পেছনে থাকা ১নং আসামী সেলিনা তাহার হাতে থাকা একটি কাঁচি দিয়ে কৌশলে আমার গলায় পরিহিত ০১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন যাহার মূল্য অনুমান ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা চুরি করার নিমিত্তে কেটে দেয়। তখন আমার গলায় পরিহিত স্বর্ণের চেইনটি নিচে মেঝেতে পড়ে গেলে উক্ত ১নং আসামী সেলিনা অন্যান্য সকল আসামীর সহায়তায় তা চুরি করিয়া নেয় । তখন আমি আমার গলায় হাত দিয়া স্বর্ণের চেইন চুরির বিষয়টি বুঝতে পারিয়া ডাক চিৎকার করিলে আশেপাশের লোকজন ও হাসপাতাল স্টাফ্রা মিলে উক্ত আসামীদেরকে আটক করা হয়।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ জানাই ঘটনাস্থলে গিয়া তাহাদেরকে হেফাজতে নিয়ে তল্লাশী করিয়া উক্ত ১নং আসামী সেলিনার নিকট হইতে আমার সেই ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও চুরির কাজে ব্যবহৃত কাঁচি উদ্ধার করে। উক্ত আসামিদের বিরুদ্ধে চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.