রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০৫ pm
ইমরান হোসাইন :
রাজশাহীর তানোরে ৩ দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন সমাপনী মেলায় শ্রেষ্ঠ সেবাদান পুরুস্কার পেয়েছে মুন্ডুমালা পৌরসভা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেলে তানোর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মেলাটির আনুষ্ঠানিক ভাবে সমাপনী অনুষ্ঠিত হয়। এ মেলায় সরকারে উন্নয়ন চিত্র প্রচারণায় সাফল্য অর্জন করায় শ্রেষ্ঠ সেবাদান প্রতিষ্ঠান হিসেবে মুন্ডুমালা পৌরসভাকে পুরুস্কৃত করা হয়।
জানা গেছে, স্থানীয় সরকারের আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা ছাড়াও উপজেলা প্রশাসন ও এলজিইডি এবং জনস্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার জন্য পৃথক ভাবে মেলায় ১২টি স্টল অংশ গ্রহন করে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে মুন্ডুমালা পৌরসভাকে শ্রেষ্ঠ সেবাদান প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন। এসময় মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তার পক্ষে ক্রেষ্ট গ্রহন করেন প্যানেল মেয়র আতাউর রহমান বাবুল।
এ মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকার কথা ছিল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী। কিন্তু তিনি উপস্থিত না থাকায় অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না পুরুস্কার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ও মুন্ডুমালা পৌসভার প্যানেল মেয়র আতাউর রহমান বাবলুসহ সকল ইউপির চেয়রম্যানগণ ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. বিল্লাল হোসেন ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোকে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জনগুরুত্বপূর্ণ উন্নয়মূলক কাজের মাধ্যমে সেবা প্রদানের জন্য অনুরোধ জানান। এছাড়াও তিনি জন্ম-মৃত্যু নিবন্ধন এর কাজে গুরুত্ব প্রদানের আহবান জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে ও সাধারণ মানুষকে সচেতন করার জন্য অনুরোধ করেন। প্রসঙ্গ, ১৭ সেপ্টেম্বর মেলা শুরু হয়। মেলায় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার জনপ্রতিনিধি ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। রা/অ