সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৭ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
রাবির ক্যান্টিনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবির ক্যান্টিনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে খাবারের দাম বৃদ্ধি করায় ক্যান্টিনে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি করছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় হলটির ভেতরে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে হলের মেইন গেইটে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করতে থাকে তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এর আগেও কয়েকদফা হল প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্যান্টিন মালিককে খাবারের দাম কমানোর দাবি জানান হলের শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের কথায় কর্ণপাত না করে খাবারের দাম বেশি নিয়েই ক্যান্টিন চালাচ্ছিলেন মালিক। খাবারের দাম বেশি নিলেও খাবারের মান যথেষ্ট খারাপ। খাবারের মান ভালো করা কথা জানালে ক্যান্টিন মালিক কোনো নজর দেননি। ফলে জিয়া হলে শিক্ষার্থীরা সকাল ১০টায় হলের টিভি রুমে খাবারের দাম বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনায় বসেন। পরে খাবারের দাম না কমানো পর্যন্ত তারা ক্যান্টিনে তালা মেরে আন্দোলন করবেন বলে সিদ্ধান্ত নেন। খোঁজ নিয়ে জানা যায়, ক্যান্টিন মালিক জিয়াউর রহমান হলের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে বিনা টাকায় খাওয়ান। তাদের মদদেই তিনি শিক্ষার্থীদের কাছ থেকে খাবারের দাম বেশি রাখেন।

এ বিষয়ে জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী বাপ্পিসহ কয়েকজন শিক্ষার্থীরা বলেন, আমরা কয়েকবার ক্যান্টিন খাবারের দাম কমানোর কথা মালিককে জানিয়েছি। তিনি খাবারের দামও বেশি নেন আবার খাবারের মানও খুব খারাপ। ফলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি দাম না কমানো পর্যন্ত অবস্থান করবো।

জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা আরও বলেন, আমরা ক্যান্টিন মালিককে একাধিকবার বুঝিয়েছি কিন্তু তিনি আমাদের কথা শুনেননি। আমরা এটাও বলেছি যে অন্য ক্যান্টিন নির্দিষ্ট দামে খাবার দিতে পারলে আপনি পারবে না কেন? কিন্তু আমাদের কাছ থেকে দাম বেশি করেই রাখে। ফলে আমরা এখানে দাঁড়িয়েছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, আমি বিষয়টি শুনেছি। শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি শুনে দ্রুত সমাধান করবো। াভ/ঋ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.