রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২৬ pm
মামুনুর রশিদ মামুন :
রাজশাহীর তানোরে দুটি রাস্তায় ফলোজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপনে শোভা বন্ধন করেছে। বরেন্দ্র অঞ্চলে এসব বৃক্ষরোপণের কারণে ছায়াই সুশীতল হবে বলে এলাকাবাসীর দাবী।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার তালন্দ হতে দিল্লিহাট ও সরনজাই হইতে মুন্ডুমালা হাট পর্যন্ত রাস্তার দুই ধারে বিশেষ প্রকল্পের মাধ্যমে ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করে। যাতে করে বরেন্দ্র অঞ্চল নামে খ্যাত তানোর উপজেলা ছায়ায় সুশীতল হয়।
এব্যাপারে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, বরেন্দ্র অঞ্চলকে ছায়ায় সুশীতল করার জন্য এলজিইডির এই বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রা/অ