রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৯ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে চুড়ান্তপর্যায়ে ৬টি দলের মধ্যে ফুটবল হ্যান্ডবল ও কাবাডীর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল (বালক) মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় ও দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। ফুটবল (বালিকা) সোনাইচন্ডী উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ভেরেন্ডি উচ্চ বিদ্যালয় রানার্স হয়। হ্যান্ডবল(বালক) খেলায় বাইপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নেজামপুর উচ্চ রানার্সআপ হয়। হ্যান্ডবল(বালিকা) মির্জাপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। কাবাডি(বালক) খেলায় সব্দলপুর দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ন ও বাইপুর উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। কাবাডি(বালিকা) খেলায় নেজামপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় রানার্সআপ সাঁতারের সকল ইভেন্টে দোগাছি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মসিউর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবায়েদ ও সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন এবং একাডেমিক সুপারভাইজার ওয়ালিউল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস)’র সভাপতি তাজামুল হক ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম উপজেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক আব্দুর হক, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আশিকুল ইসলামসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধানগণ ও শিক্ষকবৃন্দ। রা/অ