সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৫ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
রাসিক কাউন্সিলরের কার্যালয়ে প্রসাব করলেন নির্বাচনে পরাজিত প্রার্থী রুবেল, সিসি ক্যামেরায় ধরা

রাসিক কাউন্সিলরের কার্যালয়ে প্রসাব করলেন নির্বাচনে পরাজিত প্রার্থী রুবেল, সিসি ক্যামেরায় ধরা

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের পরাজিত এক কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে প্রসাব করে এসেছেন বলে অভিযোগ উঠেছে। গত রবিবার দিবাগত রাত ৮টা ১৮ মিনিটে রাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। রুবলে ১১ হাজার পিচ ইয়াবা ও অস্ত্রসহ এর আগে ধরা পড়েছিলেন রুবেল। তিনি বেশ কয়েক মাস জেলা হাজতেও ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। পরে উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে গত সিটি নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেন। তবে বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতির কাছে পরাজিত হন রুবে। এ নিয়ে পর পর দুই নির্বাচনে মতির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হয়েছেন এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত জহিরুল ইসলাম রুবেল।

সোমবার এ ঘটনার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সরবরাহ করে বর্তমান কাউন্সিলর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা মতিউর রহমান মতি দাবি করেছেন, পরাজিত প্রার্থী জহিরুল ইসলাম রুবেল এসে এভাবে প্রসাব করে গিয়েছেন।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রবিবার রাত ৮টা ১৮ মিনিটে রুবেল তার ব্যবহৃত লাল রঙের প্রাইভেটকার নিয়ে এসে কাউন্সিলরের কার্যালয়ের সামনে গিয়ে থামেন। এরপর গাড়ি থেকে নেমে কাউন্সিলরের কার্যালয়ের প্রধান ফটক ঘেঁষে দাঁড়িয়ে প্রসাব করতে থাকেন। ওই সময় কাউন্সিলরের কার্যালয়ের ফটক দিয়ে শিশু কোলে এক নারীসহ কয়েকজন ব্যক্তি বের হয়ে আসছিলেন। কিন্তু তার পরেও নিজেকে সংবরণ করেননি রুবেল। ফটকের সিঁড়িতে দাঁড়িয়েই সবার সামনেই প্রসাব করতে থাকেন রুবেল। প্রসাব শেষ করে পরে ওই গাড়িতে করেই চলে যান রুবেল।

কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, ‘রুবেল দুইবার আমার সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছে। এলাকায় সে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারি হিসেবে পরিচিত। সে রাতে আমার অফিসের গেটে এসে প্রসাব করেছে। যেহেতু এটা সিটি করপোরেশনের অফিস, আমি আগে এটা করপোরেশনকেই অবহিত করেছি। এটা নিয়ে আমি থানায় অভিযোগ করব।’

স্থানীয়রা জানিয়েছেন, রুবেল এখন কোন দলের কোন পদে নেই। আগে প্রতিপক্ষের হামলায় নিহত মহানগর বিএনপির নেতা শফিকুল ইসলাম ওরফে কানা শফিকের সঙ্গে চলতেন। পরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ওঠাবসা শুরু করেন। এলাকায় তিনি যুবলীগের নেতাও পরিচয় দেন। হত্যা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে রুবেলের বিরুদ্ধে অন্তত হাফডজন মামলা রয়েছে। জমি দখলের অসংখ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে।
এবার মামলা ও গাড়ির তথ্যসহ নানা তথ্য গোপন করে তিনি সিটি নির্বাচনে প্রার্থী হন। তারপরও তার প্রার্থিতা বাতিল করা হয়নি। ভোটে পরাজয়ের পর কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে এভাবে প্রসাব করার বিষয়ে কথা বলতে সোমবার কয়েকদফা রুবেলকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। তাই এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.