মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:৩১ pm
মো. আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
এবারের এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করেছেন নুসরাত জাহান বর্ষা। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ছাত্রী। এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। বর্ষা ভবিষ্যতে শিক্ষক হতে ইচ্ছুক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নুসরাত জাহান বর্ষা মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ নম্বর অর্জন করে গোল্ডেন জিপিএ ৫ লাভ করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। ৫ম শ্রেণিতেও সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন বর্ষা।
তার পিতা বাবর আলী মাদারীগঞ্জ বাজারের একজন মুদি ব্যবসায়ী। আর মাতা নুপুরজান একজন আদর্শ গৃহিণী। তার সাফল্যের পেছনে সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম জাকির, প্রতিষ্ঠানের শিক্ষক ও পিতা-মাতার অবদান সবচেয়ে বেশি বলে জানা গেছে।
নুসরাত জাহান বর্ষা আগামীতেও তার সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং কাঙ্খিত লক্ষ্য অর্জনে সকলের নিকট সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন বর্ষা। রা/অ