শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৭ pm
নিজস্ব প্রতিবেদক, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার আমবাগান থেকে শামীমা খাতুন (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার আরিফপুর বিলের এক আমবাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করে বিলের একটি আমবাগানে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শামীমা খাতুন বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর দেওয়ানপাড়া গ্রামের আতব আলী সরকারের মেয়ে। তিনি উপজেলা সদরে ভাড়াবাসায় থাকতেন।
এ বিষয়ে বাজুবাঘা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু বলেন, সকাল ৬টার দিকে উপজেলার আরিফপুর বিলের এক আমবাগানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) আবদুল বারি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে কেন, কী কারণে শামীমা খাতুনকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আজকের তানোর