সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৮ am
*আইন-শৃংখলা কমিটির সভায় ইউপি চেয়ারম্যানের তথ্য*
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপির নবনবী সিলিমপুর নলপুকুর নামক গ্রামের ২৩টি পরিবারের মধ্যে ২২টি পরিবারই মাদক চোলাইমদ ব্যবসায়ী। আজ (১৪ আগস্ট) সোমবার সকাল ১১টায় তানোর উপজেলা হলরুমে অনুষ্ঠিত মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় এমন তথ্য তুলে ধরেন সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মোজাম্মেল হক খাঁন।
তিনি ওই আইন-শৃংখলা কমিটির সভায় সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উপজেলার সরনজাই ইউপির নবনবী সিলিমপুর নলপুকুর নামক গ্রামে ২৩টি আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বসবাস। এরমধ্যে ২২টি পরিবারই চোলাইমদ তৈরি করে নিজেরা সেবন করে এবং বিক্রি করেন। চেয়ারম্যান আরও বলেন, নিজেরা যে পরিমান মাদক সেবন করে তার চাইতে ১০ গুন বেশি মাদক বিক্রি করে তারা। ফলে ওই গ্রাম থেকে এলাকার উড়তি বয়সী যুবকসহ বিভিন্ন বয়সী নানা পেশার মানুষ সেখানে গিয়ে চোলাইমদ সেবন করে এলাকায় প্রকাশ্য মাতলামি করে।
এছাড়াও এলাকার জনসাধারণ তাদের কিছু বললে গালাগালি করে। এসব মাদক সেবীদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাই না। ফলে বেপরোয়া ওই মাদক ব্যবসায়ীরা। তিনি ওই গ্রামের মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন ছাড়াও পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি গুরুত্বসহকারে দেখার প্রত্যায় ব্যক্ত করে তানোর উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষনা দেন। রা/অ