মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:১৬ pm
বাগমারা হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিহেড ফাউন্ডেশন) প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণের জন্য নিম্নবর্ণিত পদসমূহে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট হতে আগামী ২৮/০৮/২০২৩ ইং তারিখের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম :-
১. সিনিয়র ফিল্ড অফিসার (S.F.O) ১০ জন। শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা: স্নাতক/সমমান। অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিথিলযোগ্য। বেতন ভাতা : ১৬,৫০০/- টাকা। শিক্ষানবিশ কাল ৬ মাস।
২. ফিল্ড অফিসার (F.O) ১৫ জন। শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা: এইচএসসি/সমমান পাশ। বেতন ভাতা: ১২,৫০০ টাকা। শিক্ষানবিশ কাল ৬ মাস।
সুবিধাসমূহ: বছরে ২টি ঈদ বোনাস, উৎসবভাতা ও প্রতিষ্ঠান কর্তৃক ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।
শর্তাবলী :-
(১) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি ও সকল সনদের ফটোকপি।
(২) মোটরসাইকেল/সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
(৩) প্রতিষ্ঠানের যে কোন শাখায় কাজ করার আগ্রহ থাকতে হবে।
দরখাস্ত পাঠানোর ঠিকানা:-
নির্বাহী পরিচালক,
বাগমারা হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
(বিহেড ফাউন্ডেশন), নন্দনপুর (চিকাবাড়ী বাজার)
পো :- নরসিংহপুর, বাগমারা, রাজশাহী। সূত্র : আবু বাককার সুজন, প্রতিবেদক, আজকের তানোর। রা/অ