সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫১ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
তানোরে লাইব্রেরিয়ান পদে রিজাইন দিয়েই কলেজ কমিটির সভাপতি চেয়ারম্যান মতিন, রহস্য কি?

তানোরে লাইব্রেরিয়ান পদে রিজাইন দিয়েই কলেজ কমিটির সভাপতি চেয়ারম্যান মতিন, রহস্য কি?

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে ‘কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে’র লাইব্রেরিয়ান পদে চাকুরি থেকে রিজাইন দিয়ে ওই কলেজ কমিটির সভাপতি হয়েছেন পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপিত ও পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন। এতে করে লোকসমাজে ও চায়ের স্টলে ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি।

জানা গেছে, দলীয় প্রভাব খাটিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হয়েই অধ্যক্ষকে বেকায়দায় ফেলতে তিনি কলেজের অর্থ পরিচালনা কমিটি থেকে শুরু করে সকল কার্যক্রমে রামরাজত্ব কায়েম করেছেন বলে কলেজ কমিটি সূত্র নিশ্চিত করেছেন।

এলাকাবাসী বলছেন, চেয়ারম্যান আব্দুল মতিন ওই কলেজেই লাইব্রেরিয়ান পদে চাকুরি করতেন। তিনি বর্তমানে চাকুরি ছেড়ে রাজনৈতিক প্রভাবে ওই কলেজেরই সভাপতি হয়েছেন। পরিক্ষার ফলাফলে তানোরে সবার শীর্ষে থাকা কলেজটিতে এমন সভাপতি নিযুক্ত হওয়ায় অভ্যান্তরিন কন্দোল প্রকাশ্যে রুপ নিয়েছে। এতে অভিভাবক ছাড়াও শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে চরম চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকায় নতুন করে শুরু হয়েছে নানা গুনজন, ব্যাপক আলোচনা ও সমালোচনা।

তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদের পাশে কৃষ্ণপুর গ্রামে অবস্থিত ‘কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ’। ওই এলাকার শিক্ষা অনুরাগী হিসেবে পরিচিত অধ্যক্ষ আতাউর রহমান। তিনি কঠোর পরিশ্রম ও নিজস্ব অর্থ ব্যয় করে কৃষ্ণপুরে প্রতিষ্ঠা করেন কলেজটি। ওই সময় কৃষ্ণপুর গ্রামের জৈনক ব্যক্তির পুত্র আব্দুর মতিনকে ওই কলেজে লাইব্রেরিয়ান পদে নিয়োগ নেন অধ্যক্ষ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক মার প্যাচে বর্তমান সাংসদ ওমর ফারুক চৌধুরীর নজরে পড়েন তিনি। আস্তে আস্তে ইউনিয়ন আ.লীগের সভাপতির পদ বাগিয়ে এলাকায় শুরু করেন রামরাজত্ব।

এরপর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান হয়েও দীর্ঘদিন লাইব্রেরিয়ান পদে থেকে বেতন উত্তোলন করেন তিনি। কিন্তু কলেজে কোন দিনই নিয়মিত হাজিরা দেননি তিনি। পরবর্তীতে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে লাইব্রেরিয়ান পদে চাকুরি থেকে রিজাইন দিয়ে বিপুল অর্থের বিনিময়ে তার নিজস্ব লোককে ওইপদে নিয়োগ দেন চেয়ারম্যান।

এবিষয়ে যোগাযোগ করা হলে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান অধ্যক্ষ আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক সময় উনি আমাকে স্যার বলতেন। এখন উনাকেই স্যার বলে সম্মান বা সমন্ধন করতে হবে বলে কলেজ শিক্ষকদের কাছে গল্প করেছেন সভাপতি। ঠিক আছে সভাপতিকে স্যার বলবো সমস্যা কোথায় বলে আক্ষেপ করেন এই অধ্যক্ষ।

এব্যাপারে যোগাযোগ করা হলে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের বর্তমান সভাপতি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, অধ্যক্ষ আতাউর রহমান তার মেয়ে ও জামাইকে নিয়োগ দিয়েছেন কাউকে কোন টাকা পয়সা দেননি। তিনি আরও বলেন, অধ্যক্ষ’র কাজ অধ্যক্ষ করবে। এখানে কোন সমস্যা নেই। আতাউর রহমান মারাত্তক দূর্নীতিবাজ ব্যক্তি বটে। এই কলেজে আগে আমার বাবা সভাপতি ছিল। পরে আমার ভাই, বর্তমানে আমি সভাপতি হয়েছি বলে দম্ভোক্তি তিনি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.