শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০২:৫৯ am
বিনোদন ডেস্ক :
ব্রেস্ট ক্যানসারের সঙ্গে প্রায় তিন বছর লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সিন্ধু। সোমবার (০৭ আগস্ট) ভোররাতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৪ বছর বয়স হয়েছিল অভিনেত্রীর।
২০২০ সালে ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয় অভিনেত্রী সিন্ধুর। এরপর ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আর্থিক অনটনের কারণে সেই চিকিৎসাও ঠিকমত করাতে পারছিলেন না তিনি।
সিন্ধু গত কয়েক বছর ধরে কিলপাউকের একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। কিছুদিন আগেই একটি ভিডিওবার্তায় আর্থিক সহযোগিতা চেয়েছিলেন। তখন কারথি, ইশারি গণেশ, সতীশ কুমারসহ আরও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তারকার চিকিৎসায়। আবার হাসপাতালের বিল পরিশোধেও এগিয়ে এসেছিলেন ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী।
মাস কয়েক আগে ব্রেস্ট ক্যানসারের সঙ্গে লড়াই করা নিয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন সিন্ধু। জানিয়েছিলেন, ইতোমধ্যে তার একটি স্তন বাদ পড়েছে। এখন এ যন্ত্রণা নিয়ে আর বাঁচতে চান না। এ কারণে স্বেচ্ছায় মৃত্যুর কথাও বলেছিলেন।
সিন্ধুর ক্যারিয়ার শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। ছোটবেলায় অনেক আর্থিক অনটনের মধ্যে দিন কাটিয়েছেন। মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয় তার। বিয়ের পর বছর খানেকের মধ্যেই মা হারান তিনি। দাম্পত্য জীবনও বেশি সুখের হয়নি। সন্তান বড় করতে অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে।
ভানাথা বালানের ‘অঙ্গারি থেরু’ (২০১০) সিনেমায় অভিনয় করে দর্শকমহলে প্রশংসা লাভ করেছিলেন সিন্ধু। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মহেশ ও অঞ্জলি। আর পার্শ্ব চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।
এছাড়া ‘নাদোদিগাল’, ‘নান মাহান আলা’, ‘থেনাভাট্টু’র মতো সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী সিন্ধু। রা/অ