রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩০ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
নিয়ামতপুরে আইলে মাটিকাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

নিয়ামতপুরে আইলে মাটিকাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর :
সামান্য জমির আইলে মাটি কাটা নিয়ে বিরোধে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধসহ ৩ জন গুরুতর জখম হয়েছে। একমাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে মৃত খোদাক্স এর ভাতিজা ও গুরুতর আহত ছাকার উদ্দিনের ছেলে মনজুর আলী বাদী হয়ে ৯জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামের ছাকার উদ্দিন ও আসামীদের জমি এক জায়গায়। সে সূত্রে জমির আইলের মাটি কাটা নিয়ে সামান্য বিরোধ হয় জুলাই মাসের ৬ তারিখে। পর দিন ৭ জুলাই সকাল ৭টায় ছাকার আলীর চায়ের স্টলে আসামী ঝাজিরা গ্রামের আয়াজ উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন (৫০), আলমাস (৪৫), আনারুল (৪৮), আনারুলের ছেলে নাহিদ (২৮), মুরাদ (২৫), করিম বক্সের ছেলে আয়াজ উদ্দিন (৭০), আলমাসর স্ত্রী রঞ্জনা (৩৮), আনারুলের স্ত্রী বিউটি (৪০), আফাজ উদ্দিনের স্ত্রী ফাতেমা (৪১) পূর্বের জেরে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ছাকার আলী (৬৫), ছেলে মনজুর আলী (৪১) এবং চাচা খোদা বক্সের (৬৫) উপর আক্রমর চালায়। এতে ছাকার আলী, মনজুর আলী ও খোদা বক্স গুরুতর আহত হয়। আহত খোদাবক্স এক মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগষ্ট সোমবার মৃত্যুবরণ করেন।

মনজুর আলী বলেন, ৬ জুলাই আমাদের প্রতিপক্ষ জমির আইলের মাটি কেটে নিলে আমরা নিষেধ করি। কারণ ঐ আইল দিয়ে সাধারণ জনগণ যাতায়াত করে। সে সময় তারা আমাদের বিভিন্নভাবে হুমকি ধুমকি দিলে আমরা চলে আসি। পরদিন আমার বাবার চায়ের স্টলে উপরোক্ত বিবাদীগণ পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড, কোদায়ে নিয়ে আমাদের উপর আক্রমন করে। আনারুলের হুমুকে আলমাস আমার বাবার মাথায় কোদাল দিয়ে আঘাত করলে মাথা কেটে রক্তাক্ত হয়ে যায়।

আনারুলের হাতে থাকা লোহার রড দিয়ে আমার চাচা খোদাবক্সের মাথায় আঘাত করলে সে সরে গেলে তার বাম পায়ে আঘাত লাগে। এতে তার বাম পা ভেঙ্গে যায়। বাবা ও চাচাকে নিয়ামতপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনলে কর্তব্যরত চিকিৎসক আমার চাচাকে রাজশাহীতে স্থানান্তর করেন। সেখানেও উন্নতি না হওয়ায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে এক মাস চিকিৎসা করেও কোন উন্নতি হয়নি। অবশেষে সে মৃত্যুবরণ করে।

মৃত খোদাবক্স এর ছেলে ফয়সাল বলেন, সম্পূর্ণ রাজনৈতিক নেতাদের সাহসে এরকম জঘন্য কাজ তারা করতে পেরেছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তর জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.