সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪২ am
এইচএম ফারুক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের উত্তর আওয়ামী লীগের ১ নম্বর মালশিরা ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উৎযাপিত হয়েছে।
জানা গেছে, ৫ আগস্ট শনিবার বেলা ১২টায় কামারগাঁ ইউপি উত্তর আওয়ামী লীগের ১ নম্বর মালশিরা ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মালশিরা লালপুকুর স্থানে ১৫ আগস্টের শোকর্যালী, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়েছে।
এদিন মালশিরা লালপুর পাড়ে মাঠে মালশিরা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারগাঁ ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আলাউদ্দীন আলী প্রামাণিক।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উৎযাপনে আয়োজিত শোকর্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা কৃষক লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, মুনসেফ আলী, কামারগাঁ ইউনিয়ন উত্তর যুবলীগ সভাপতি হায়দার আলী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লিটনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ১৫ আগস্টের ভয়াবহ ঘটনা সম্পর্কে আলোচনা করে ১ মিনিট নিরবতা ও ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে কাঙ্গালি ভোজের খাবার বিতরণ করা হয়। রা/অ