মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ১২:৫৩ am

সংবাদ শিরোনাম ::
বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী চেয়ারম্যান-ইউএনও-প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ রামেক হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা রাবির ছাত্রলীগ নেতা পঙ্গু মাসুদ হত্যা ঘটনায় থানায় মামলা
শাহজাদপুরে ইউএনও সাদিয়া বদলিতে আনন্দে মিষ্টি বিতরণ ও উল্লাস

শাহজাদপুরে ইউএনও সাদিয়া বদলিতে আনন্দে মিষ্টি বিতরণ ও উল্লাস

ডেস্ক রির্পোট :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের বদলির আদেশ হওয়ায় শাহজাদপুরের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী মানুষ আনন্দে মিষ্টি বিতরণ ও উল্লাস প্রকাশ করেছে।

সোমবার বিকালে শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী বাজার ও সন্ধ্যায় বেলতৈল ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকাবাসি এ মিষ্টি বিতরণ করে।

এর আগে রোববার বিকালে শাহজাদপুর পৌর সদরের দ্বাবারিয়া,শেরখালি,কান্দাপাড়া ও দ্বারিয়াপুর এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। মঙ্গলবারও বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের কথা রয়েছে।

রূপসী বাজারে মিষ্টি বিতরণকালে খুকনি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোন্তেষ আলী, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, খুকনি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য হযরত আলী,সোবক সদস্য ইব্রাহীম হোসেন বলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন উৎকোচের বিনিময়ে ম্যানেজ হয়ে ব্রাহ্মণগ্রাম,আরকান্দি,জালালপুর ইউনিয়নের পাড়া মোহনপুর,জালালপুর,পাকুরতলা এলাকার যমুনা নদীর ভাঙ্গণকবলিত স্থানের পাশে থেকে বালুদস্যুদের ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রির সুযোগ করে দিয়েছে। ফলে বন্যা শুরুর পর থেকে এ সব গ্রামের প্রায় ২ শতাধিক বাড়িঘর যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শত শত মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। একদিনের জন্য তাদের কোনো খোঁজখবর নেয়নি। পাশে এসে দাঁড়ায়নি। এ সব বিষয়ে তার সাথে কথা বলতে গেলে তিনি আমাদের সাথে অসদাচরণ করেছেন। তিনি একজন বদমেজাজী ও বেয়াদব মহিলা। তাই তার বদলিতে আমরা অত্যন্ত খুশি হয়ে ভরা বাজারে মিষ্টি বিতরণ করে শুকরিয়া আদায় করছি।

তারা আরও বলেন,আমরা শুনতে পেয়েছি তিনি এখানে থাকার জন্য নানা কৌশলে তার এ বদলি বাতিলের চেষ্টা করছেন। তার এ বদলি আদেশ বাতিল করা হলে আমরা এ বাজারে প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করব।

অপরদিকে বেলতৈল ইউনিয়ন পরিষদ চত্বরে মিষ্টি বিতরণকালে চর বেতকান্দি গ্রামের আক্কাস আলী ও বেতকান্দি বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, এই ইউএনও প্রতিটি কাজে উৎকোচ গ্রহণ করে দুর্নীতিবাজদের কাজে সহযোগিতা করেছেন। তাই তার বদলিতে আমরা অনেক খুশি। এজন্য আমরা মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস প্রকাশ করছি। আমরা অবিলম্বে তার এ বদলি কার্যকরের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান বলেন, এটা তার শাস্তিমূলক বদলি নয়, এটা তার নিয়মিত বদলি।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, তার ব্যাচের এখনও পদোন্নতি শুরু হয়নি। তাই তাকে নিয়মিত বদলি করা হয়েছে। এটা তার কোনো শাস্তিমূলক বদলি নয়। এছাড়া তিনি তার বিরুদ্ধের সকল অভিযোগ বানোয়াট ও সত্য নয় বলে জানিয়েছেন। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.