সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:০১ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
ভালো থেকো বাংলাদেশ: আন্দ্রে রাসেল

ভালো থেকো বাংলাদেশ: আন্দ্রে রাসেল

ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় বিশ্বখ্যাত ক্রিকেটার আন্দ্রে রাসেল বলেছেন, বিভিন্ন কারণে বাংলাদেশে আমি অনেকবার গিয়েছি। আমি সেখানের খাবার, মানুষের উদ্দীপনা ও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা পছন্দ করি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমি কোকা-কোলার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। আমি নিজেও এটির অংশ হতে চাই। তাই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থেকো বাংলাদেশ।

শনিবার নিজের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে আন্দ্রে রাসেল এসব কথা বলেন।

বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকরা।

কোকা-কোলার আমন্ত্রণে আন্তর্জাতিক ক্রিকেটে বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল এক ভিডিওবার্তায় জানান, ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে মুগ্ধ করে। তিনি নিজেও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হতে চান।

ভিডিওটির ক্যাপশনে #Happy50Bangladesh #CocaCola হ্যাশট্যাাগ দিয়েছেন এই জ্যামাইকান।
একই ভিডিও পোস্ট করা হয়েছে কোকা-কোলা বাংলাদেশের ফেসবুক পেজেও।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশের ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশের জন্য তাদের শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। যার উদ্দেশ্য, সারা বিশ্বের মানুষকে বাংলাদেশের জন্য শুভেচ্ছাবার্তা পাঠাতে উৎসাহিত করা ও বাংলাদেশের সঙ্গে পৃথিবীর মেলবন্ধন তৈরি করা।

এ পর্যন্ত ৬০টির বেশি দেশ থেকে বিদেশি নাগরিকরা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের জন্য। #Happy50Bangladesh #CocaCola হ্যাশট্যাগের মাধ্যমে এসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার জনপ্রিয় ক্রিকেটার আন্দ্রে রাসেল এর এই প্রশংসাসূচকবার্তা ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ ক্যাম্পেইনকে আরো বেশি বেগবান করবে।

ক্রিকেটার আন্দ্রে রাসেলের জন্ম ১৯৮৮ সালের ২৯ এপ্রিল। ডানহাতি এই অলরাউন্ডার লোয়ার-মিডল অর্ডারে ব্যাট করে বিধ্বংসী সব ইনিংস খেলার জন্য সুপরিচিত। এছাড়া তিনি ফার্স্ট মিডিয়াম বল করে থাকেন। আন্দ্রে  রাসেল বেশ ভালো ফিল্ডারও।

এই পাওয়ার হিটার ২০১৫ ও ২০১৯ সালে আইপিএল এর  ‘মোস্ট ভ্যালুএবল প্লেয়ার’ নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি পান ম্যাক্সিমাম সিক্সেস অ্যাওয়ার্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে চার বলে চার উইকেট নেয়ার একমাত্র নজির এই আন্দ্রে রাসেল। ২০১৩ সালে ভারতের বিপক্ষে তিনি এই গৌরব অর্জন করেন। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৪০ বলে শতক হাঁকানোর রেকর্ড গড়েন আন্দ্রে রাসেল। সূত্র : যুগান্তর। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.