সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৫ am
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর সাহেব বাজারে বেশি দামে কাঁচা মরিচ বিক্রিয় করায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই ব্যবসায়ীর নাম মো. সবুজ। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে রাজশাহীর সাহেব বাজার মাস্টার পাড়া কাঁচা বাজারে অভিযান চালায় বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।
অভিযান পরিচালনা শেষে উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, সারাদেশের মতো রাজশাহীতেও মরিচের দাম বৃদ্ধি নিয়ে আমরা অভিযান চালাই। বাজারে এক এক সময় বিভিন্ন দাম বলছে বিক্রেতার। বাজারে মূল্যবৃদ্ধির পিছনে কারা আছেন সে বিষয়ে জানতে আমরা তদন্ত করছি।
তিনি আরও বলেন, প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি। বেশি দামে মরিচ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। রা/অ