শনিবর, ২১ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:৪৫ pm

সংবাদ শিরোনাম ::
তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল
মাটিতে পুঁতা হচ্ছে ছাগলের চামড়া, গরুর ২০০ থেকে ১ হাজার টাকা

মাটিতে পুঁতা হচ্ছে ছাগলের চামড়া, গরুর ২০০ থেকে ১ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে চামড়া কেনার মানুষ পাচ্ছেন না মুসল্লিরা। কোরবানির পর অনেকের বাড়িতেই পড়ে আছে চামড়া, কিন্তু কিনতে যায়নি কেউ। আবার কোনো এলাকায় কেত্রা গেলেও দাম একেবারেই কম। খাশির চামড়া তো কেনার লোকই পাওয়া যাচ্ছে না। ১০-২০ টাকা করে বিক্রি হচ্ছে ছাগলের চামড়া। অনেকেই বিক্রি না করে মাটিতে পুঁতে রেখে দিয়েছেন ছাগলের চামড়া। গরুর চামড়া কিনতে কিছু এলাকায় সকালে ক্রেতারা ঘুরলেও বেলা বাড়ার পর আর তেমন দেখা মেলেনি তাদের। বেলা ১২টা পর্যন্ত যে গরুর চামড়া ৮০০ টাকা দাম বলেন ক্রেতারা, দুপুর একটার পরে তার দাম নেমে যায় ৩০০ টাকায়।

ফড়িয়া ও মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, চামড়া কিনে মূল বাজারে তা বিক্রি করতে পারবেন কি না, সেই শঙ্কা রয়েছে। গত বছর যে দামে তারা মাঠ পর্যায় থেকে চামড়া কেনেন তার অর্ধেক দামে আড়তে বিক্রি করত হয়। সেই লোকসানের আশঙ্কাতেই এবার মাঠে নেই তারা।

দুপুরের দিক থেকেই ‘রাজশাহী নগরীতে চামড়া বিক্রি করতে আসেন অনেক মুসল্লি। ব্যবসায়ী ও আড়তদাররা তাদের লোকজন নিয়ে চামড়া কিনতেও বসেন। গ্রামাঞ্চল থেকে মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়ারা সেসব দোকানে চামড়া বিক্রি করতে আসেন। কিন্তু এবার পাইকারী ক্রেতারা তেমন কোনো চামড়া কিনেনি। যে দুই-চারজন বিভিন্ন এলাকা থেকে ভ্যান ও ভটভটিযোগে চামড়া আনছেন তাদের সেই পরিবহন আটকে আড়তদারের লোকজন এতটাই কম দাম বলছেন যে আসল টাকাই উঠবে না ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের। খাসি বা ছাগলের চামড়া তো কিনতেই চাচ্ছেন না। অনেকেই গরুর চামড়ার সঙ্গে ফ্রি দিয়ে দিচ্ছেন। বা ১০-২০ টাকা হারে দাম ধরে নিচ্ছেন ক্রেতারা। গ্রামে ছাগলের চামড়া বিক্রি করতে না পেরে কেউ কেউ মাটিতে পুঁতে রেখেছেন।

শহরে চামড়া বিক্রি করতে এসে ক্রেতা না পেয়ে বসেছিলেন মাজদার হোসেন নামের এক ফড়িয়া ব্যবসায়ী। তিনি বলেন, গ্রাম থেকে গরুর আর ছাগলের চামড়া কিনে এনেছি। এখন বিক্রি করার লোক পাচ্ছি না।

দুর্গাপুরের বর্ধনুপরের আলী আসগর বলেন, দুপুর দুইটা পর্যন্ত ছাগলের চামড়ার কেউ দাম বলেনি। বাধ্য হয়ে চামড়া মাটিতে পুঁতে রেখেছি। আমার মতো অনেকেই ছাগলের চামড়া মাটিতে পুঁতে রেখেছেন।’

পলাশবাড়ি গ্রামের আনসার আলী বলেন, আমাদের এলাকায় গরুর চামড়া বিক্রি হয়েছে ২০০-৮০০ টাকা দামে। সবচেয়ে বড় গরুর চামড়া ৮০০ টাকা। আর ছোট গরুর চামড়া ২০০ টাকায় বিক্রি হয়েছে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.