সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০২ am
সাইদ সাজু :
রাজশাহীর তানোরে বিকাল ৩ টা ২০ মিনিটে একপস্লা হঠাৎ বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। গত কয়েকদিন থেকে প্রচন্ড রোদ ও গরমে প্রাণীকুলসহ জনজীবনে নেমে আসে চরম অ-স্বস্তি।
রোববার দুপুরে হঠাৎ পশ্চিম-উত্তর আকাশে কালো মেঘ দেখা যায়। হালকা ঝড়ের মধ্যে শুরু হয় স্বস্তির বৃষ্টি। বিকাল ৩ টা ২০ মিনিট থেকে প্রায় ৪টা ৫০ মিনিট পর্যন্ত অঝরে ঝরে বৃষ্টি।
প্রায় আধাঁ ঘন্টার এই বৃষ্টিতে জনমনে স্বস্তির পাশাপাশি কৃষকদের মনে ফিরেছে স্বস্তি ও দেখা দিয়েছে খুশির ঝিলিক। কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত তানোর উপজেলার কৃষকদের জন্য রোপা আমনের বীজতলা তৈরির এটি হচ্ছে ভরা মৌসুম।
কিন্তু বৃষ্টির অভাবে কৃষকরা রোপা আমনের বীজতলা তৈরি করতে পারছিলেন না। তবে, অনেকেই গভীর নলকুপ ও মটার থেকে পানি নিয়ে অনেকেই বীজতলা তৈরি শুরু করেছেন।
কিন্তু প্রচন্ড রোদ ও গরমে সেচের পানিতে রোপা আমনের বীজতলা তৈরি করতে হিমসিম খাচ্ছিলেন। আজকের এই হঠাৎ বৃষ্টিতে কৃষকদের মনে স্বস্তি ফেরার পাশাপাশি বীজতলা তৈরিতে সুবিধা হবে।
কৃষকরা বলছেন, আজকের এই বৃষ্টিতে রোপা আমনের বীজতলা তৈরি করা না গেলেও জমিতে পানি জমেছে। আজকের এই বৃষ্টি প্রাণীকুলসহ কৃষকদের জন্য আল্লাহর রহমত ও আশির্বাদ।
এলাকাবাসী বলছেন, প্রচন্ড গরম ও তাপদাহে প্রাণীকুলসহ জনজীবনে শুরু হয়েছিলো চরম দূর্ভোগ ও সাভাবিক কাজকর্ম চরম ভাবে ব্যাহত হচ্ছিলো। আজকের এই বৃষ্টিতে জনমনে স্বস্থি ফিরেছে। রা/অ