সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫০ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
তানোরে দিন-দুপুরে দোকানের তালা খুলে ২ লাখ ৩৬ হাজার টাকা চুরি

তানোরে দিন-দুপুরে দোকানের তালা খুলে ২ লাখ ৩৬ হাজার টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌর এলাকার কাশিম বাজারে দিন-দুপুরে আনোয়ার ভ্যারাটি স্টোর ও বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টের দোকান থেকে ২ লাখ ৩৬ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরের দিকে কাশেম বাজার মোড়ে আনোয়ারের দোকানে ঘটে এ চুরির ঘটনাটি। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এঘটনার পর থানার ওসি কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনা জানার পর দোকানঘর পরিদর্শন করা হয়েছে। তদন্ত ও অভিযান অব্যাহত আছে। তবে, দিনের বেলায় এমন ঘটনা কিছুটা হলেও রহস্য সৃষ্টি করেছে। তদন্ত ও অভিযানে আসল ঘটনা বের করা হবে বলে জানান ওসি।

পৌর প্যানেল মেয়র ৮ নম্বর কাউন্সিলর আরব আলী জানান, কাশেম বাজারের মুল পয়েন্টে দীর্ঘ প্রায় ৪০-৪৫ বছর ধরে আনোয়ার ও পিতা রজদুল ব্যবসা করে আসছেন। এতদিনেও বাজারে এমন ঘটনা ঘটেনি। কিন্তু দিন দুপুরে দোকানের তালা খুলে শুধু টাকা চুরি হয়েছে। কোন মালামাল চুরি হয়নি। এমন রহস্য লুকিয়ে আছে। ঘটনার পর ওসি এসে পরিদর্শন করেছেন এবং আন্তরিকতার সাথে তদন্ত ও অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন। তবে, বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে।

দোকান মালিক ও মোবাইল ব্যাংকিং এজেন্ট আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে দোকানে ব্যবসা করে দুপুর ১২টার দিকে বাড়িতে খেতে যায়। খাওয়া-দাওয়া শেষে বাড়িতেই আরাম করছিলাম। বিকেল প্রায় ৪টার দিকে চাচা মোবাইল করে জানায় দোকান খোলা তুমি কোথায়। সাথে সাথে দোকানে এসে দেখি তালা খুলা। ভিতরে ঢুকে দুই ডয়ার থেকে ২ লাখ ৩৬ হাজার টাকা নিয়েছে এবং তিনটি ১ হাজার টাকার নোট পড়েছিল। অবশ্য কোন মালামাল নেইনি। আমি প্রায় ২০-২৫ বছর ধরে ব্যবসা করছি।

তিনি আরও বলেন, তার আগে আমার পিতা ব্যবসা করত। জায়গাটি আমাদের নিজস্ব। আমার কারো সাথে কোন দ্বন্দ্ব ফাসাদ নাই। আপনি কি কারো উপর সন্দেহ করছেন জানতে চাইলে তিনি জানান, এখনো কাউকে সন্দেহ করিনি। আশপাশের সিসি ফুটেজ চেক করা হচ্ছে। থানা পুলিশও বিভিন্ন কায়দায় অভিযান অব্যহত রেখেছেন। বুধবারে থানায় গিয়েছিলাম, বিভিন্ন তথ্য নিয়েছেন ওসি স্যার। তবে, মৌখিক অভিযোগের ভিত্তিতে কাজ করছে পুলিশ। আনোয়ারের বাড়ি ভন্ডখন্ড গ্রামে। ওই গ্রামের রজদুলের পুত্র। কাশেম বাজার মোড় থেকে বাড়ির দূরুত্ব ঊর্ধ্বে হাফ কিলোমিটার হবে।

ওই মোড়ের একাধিক ব্যবসায়ীরা জানান, এই প্রথম এমন চুরির ঘটনা কাশিম বাজারে ঘটল। যার কারণে অন্য ব্যবসায়ীরাও কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন। আনোয়ার দীর্ঘ প্রায় ২০-২৫ বছর ধরে ব্যবসা করছেন। মোড়ের কোন ব্যবসায়ীর সাথে দ্বন্দ্ব ফাসাদ করতে দেখিনি। তার আগে পিতাও এতো বছর ব্যবসা করেছেন। সবার সাথে সুসম্পর্ক। আর তার দোকানেই হল চুরি। থানার ওসি পরিদর্শন করেছেন।

আমরাও চাই চোর ধরা পড়ুক এবং এমন ঘটনা যেন আর না ঘটে। কারণ এরআগে তালন্দ বাজারে গত ৮ জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছিনতাই হয়। ওই রাতেই পুলিশের চিরনি অভিযানে ছিনতায়কারীরা গ্রেফতার হয়। আশাকরি এঘটনার সাথে যারা জড়িত তারা আটক হবেন এবং মুল ঘটনা বের করতে সক্ষম হবে পুলিশ এটা আমাদের বিশ্বাস।

এব্যাপারে ওসি কামরুজ্জামান মিয়া জানান, চুরি বিষয়ে বিভিন্ন ভাবে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হব বলে তিনি আশাবাদী। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.