সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৬ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামে খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই-ভাবী ও ভাতিজার হাতে শাহজামাল ও তাঁর স্ত্রী হাবিবা বেধড়ক পেটানোর শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে। এবিষয়ে ভাই-ভাবী ও ভাতিজার বিরুদ্ধে তানোর থানায় অভিযোগ করেছেন আহত শাহজামাল।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই অসিম, ভাবি বিলকিস ও ভাতিজা মেহেদী লাঠি দিয়ে এলোপাথাড়ীভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে শাহজামাল ও তাঁর স্ত্রী হাবিবা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এনিয়ে শাহজামাল নিজে বাদী হয়ে ভাই-ভাবী ও ভাতিজার নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। রা/অ