সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৮ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে বাড়ি ফেরার পথে পথরোধ করে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় শুক্রবার ভোরে ৩ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা করেছে পুলিশ।
গ্র্রেফতারকৃতরা হলেন, তানোর উপজেলার কলমা ইউপির পিঁপড়া কালনা গ্রামের বাসিন্দা দুখু মিয়ার পুত্র মাসুম (২৫), একই ইউনিয়নের নড়িয়াল গ্রামের রিপন আলীর পুত্র নাজিউর রহমান (১৯) ও কুমড়াপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মনিরুল ইসলাম (৩০)। তবে, ছিনতাই হওয়া দুইটি ট্যাব উদ্ধার হলেও তাদের সাথে থাকা আরও একজন ছিনতাইকারী ও টাকার ব্যাগ উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে তানোর পৌর এলাকার তালন্দ বাজারে অবস্থিত সিটি ব্যাংক এজেন্ট শাখার মালিক জাহাঙ্গীর আলম ব্যাংক বন্ধ করে বাড়ি যাবার পথে তার পথরোধ করে ছিনতাইকারীর দল। এসময় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা প্রায় ৪ লাখ টাকার ব্যাগ ও দুইটি ট্যাব মেশিন ছিনতাই করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনা মুহুর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হলে থানা পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে তানোর থানার ওসি সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরের দিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, তালন্দ বাজারে সিটি এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় রাতভর অভিযান চালায় পুলিশ। পরে ৩ জন ছিনতাইকারীকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। খোয়া যাওয়া মোবাইল ট্যাব দুটি উদ্ধার করা হয়েছে। তবে, টাকা উদ্ধারের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তা/অ