মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৮ am
তানোর প্রতিবেদক :
রাজশাহীর তানোরে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ বছরে পর্দারপণ উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় মুন্ডুমালা পৌরসভার হলরুমে তানোর উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান মিঠু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।
এতে উপস্থিত ছিলেন, তানোর থানা ওসি তদন্ত মিজানুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, পৌর প্রকৌশলী নাজমুল হাসান ও প্যানেল মেয়র আতাউর রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনান সভায় তানোর থানা ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, যায়যায়দিন বেশ জনপ্রিয় পাঠক প্রিয় একটি পত্রিকা। আমরা ছাত্র জীবনে মাসে এক কপি পত্রিকা পাওয়া আসায় অনেক আগ্রহ নিয়ে দিন কাটাতাম। যায়যায়দিন পত্রিকার লিখনী পড়ে অনেক গ্যান বাড়ে। দেশ বিদেশের খবর সত্য তুলে ধরে আনতে পারে।
প্রধান অতিথি পৌর মেয়র সাইদুর রহমান বলেন,যায়যায়দিন বস্তু নিষ্ঠু খবর প্রকাশ করে। দেশে হাতে গুণা অনেকটি জাতীয় দৈনিকের মধ্যে যায়যায়দিন একটি। আমরা আশা করবো আগামীতে আরো বেশি সত্য তুলে ধরবে জাতীর সামনে।
আলোচনা শেষে সাজিদাজ্জামান অর্থি, নার্মীন ও সৈয়ব নামে তিন শিশুকে সঙ্গে নিয়ে কেক কাটে অতিথিরা। রা/অ