শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৪ am

সংবাদ শিরোনাম ::
তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী
দুর্গাপুরে সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

দুর্গাপুরে সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর :
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন দুর্গাপুর সাংবাদিক সমাজ ও দুর্গাপুর প্রেসক্লাবের পরিচালনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ (৯ জুন) শুক্রবার সকাল ১১টায় দুর্গাপুর উপজেলা পরিষদ মিনি হলরুমে দুর্গাপুর সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের আয়োজনে কমিটি বিলুপ্ত ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে দুর্গাপুর সাংবাদিক সমাজ ও দুর্গাপুর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত সভায় দ্বৈতভাবে সভাপতিত্ব করেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম রবি ও সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির। উভয় সংগঠনের সভাপতিদ্বয় মেয়াদপূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

দ্বিতীয় অধিবেশনে দুর্গাপুর সাংবাদিক সমাজের সাবেক সভাপতি মোবারক হোসেন শিশিরের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপুর সাংবাদিক সমাজের সাবেক সাধারণ সম্পাদক মিজান মাহী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম আমিনুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমাজের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম শাহাজামাল প্রামানিক, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, দুর্গাপুর সাংবাদিক সমাজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, দুর্গাপুর সাংবাদিক সমাজের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা তুষার, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া, দুর্গাপুর সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের সাবেক সদস্য মশিউর রহমান ও এম শাহাবুদ্দিন মোল্লা।

সাধারণ সভায় সংগঠনের আয়-ব্যায় হিসাব তুলে ধরে বক্তব্য রাখেন, দুর্গাপুর সাংবাদিক সমাজের সাবেক সভাপতি মোবারক হোসেন শিশির। সভা সমাপ্তি ঘোষণার পর মেয়াদ পূর্ণ হওয়ায় উভয় সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণার পর পরবর্তী সিদ্ধান্তের জন্য সংগঠনের প্রধান উপদেষ্টা দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা’র নিকট সংগঠনের সকল কাগজপত্র হিসাব-নিকাশ হস্তান্তর করেন দুর্গাপুর প্রেসক্লাবের বিলুপ্ত কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক গোলাম রসুল ও দুর্গাপুর সাংবাদিক সমাজের বিলুপ্ত কমিটির সভাপতি মোবারক হোসেন শিশির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মিজান মাহী। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.