শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫৩ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দৈনিক যায়যায় দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে পত্রিকার ১৮ বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েেেছ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, দৈনিক যায়যায় দিন পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি মতিউর রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকীতে যায়যায়দিনকে শুভেচ্ছা ও সফলতা কামনা করে বক্তব্য দেন, সম্মানিত অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী সাহিনুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রকেট, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি যায়যায়দিন পত্রিকার পাঠক ও তৃণমূলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা।
উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের শুভেচ্ছা ও সফলতা কামনা করে বলেন, সাপ্তাহিক পত্রিকার সময় থেকেই দেশের এবং মানুষের উন্নয়নে কাজ করে আসছে যায়যায়দিন পত্রিকা। যার কারণেই দেশের মানুষের কাছে সেই সময় থেকেই জনপ্রিয়।
তিনি আরো বলেন, সফলতা ও ব্যর্থতা প্রকাশ করেছে যায়যায়দিন পত্রিকা। সমাজে ঘটে যাওয়া সকল ঘটনার প্রতিফলন ঘটায়। দেশের অর্থ-সামাজিক অবস্থার সৃজনশীল পরিবর্তনে যায়যায়দিন পত্রিকার ভূমিকা অপরিসীম।
তেমনি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের হাসি- কান্না, উন্নয়নে অগ্রগতি চাওয়া-পাওয়ার দিকে দৃষ্টি রেখে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো এবং এলাকাভিত্তিক সমস্যা তুলে ধরার কথাও বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন প্রতিষ্ঠা বার্ষিকীতে যায়যায়দিনকে শুভেচ্ছা ও সফলতা কামনা করে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ের ১৭ বছর সফলতার সাথে পথ চলতে চলতে ১৮ বছরে পদার্পণ করা অনেক বড় অর্জন। আর দৈনিক যায়যায়দিন সেই অর্জনের গর্বিত অংশীদার।
সমাজের দিনগুলোতেও সুষ্ঠু সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে এবং আগামীতেও এর উত্তরোউত্তর সাফল্য কামনা করি।
এছাড়াও বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরার আহ্বান জানান, সেইসাথে এলাকার নানামুখী সমস্যাগুলো চিহ্নিত করে তুলে ধরার কথাও বলেন তিনি। রা/অ