মঙ্গবার, ২৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৯:২৩ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে রাস্তার পাশে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ তানোরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নতুন কমিটি গঠন হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : মোমিন মেহেদী বাগমারায় ইউপি চেয়ারম্যান মকবুল গ্রেফতার টিটিসির অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি আলতাফ, সম্পাদক খায়ের মোহনপুরে কলেজের জমি দুই ছেলের নামে লিখে দিয়েছেন অধ্যক্ষ মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ
তানোরে ইউপি মেম্বার খলিলের বিরুদ্ধে গাছ নিধনের অভিযোগ

তানোরে ইউপি মেম্বার খলিলের বিরুদ্ধে গাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে তালন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলোচিত মেম্বার খলিলুর রহমান খলিলের দৌরাত্ন্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মেম্বারের বিরুদ্ধে শুধু ক্ষমতার অপব্যবহার নয়, তার বিরুদ্ধে জোরপূর্বক গাছ নিধনের অভিযোগও রয়েছে।

এঘটনায় গত ৬ জুন মঙ্গলবার নারায়নপুর গ্রামের বাসিন্দা মৃত ইসমাইল হোসেনের পুত্র আব্দুল মতিন বাদী হয়ে ইউপি মেম্বার খলিলসহ ৪ জনকে বিবাদী করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Exif_JPEG_420

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল মতিনের ভোগদখলীয় সম্পত্তির ওপর থেকে মেম্বার খলিল তালগাছ, আমগাছ, খেজুরগাছ, নিমগাছ ও কড়ই গাছসহ প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ জোরপূর্বক কেটে সাবাড় করেছেন।

প্রত্যক্ষদর্শী শরিফুল, হাসেন ও রফিকুল বলেন, সম্প্রতি ৫ জুন সোমবার মেম্বার খলিল লাঠিয়াল বাহিনী নিয়ে ফিল্মি-স্টাইলে এসব গাছ কেটেছেন। এসময় যারা বাধা দিতে গেছেন তাদের লাঠি পেটা করা হয়েছে। বাদ যায়নি ৬০ বছরের বৃদ্ধাও। তাদের মারপিট ও শ্লীলতাহানির শিকার হয়েছেন নারীরাও।

এবিষয়ে ওই ইউপি মেম্বার খলিলুর রহমান খলিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের রাস্তা তৈরীর জন্য কয়েকটা গাছ কাটা হয়েছে। এসব গাছ মসজিদে দেয়ার কথা রয়েছে। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিবা সিফাত বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে, এবিষয়ে উপজেলার তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বলেন, রাস্তা তৈরি বা গাছ কাটার বিষয়ে তিনি কিছুই অবগত নন।

তিনি আরও বলেন, অভিযোগ সত্যি হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন, যা দেখে অন্যরা শতর্ক হবেন বলে জানান তিনি। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.