শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:০৩ am
মোস্তফা কামাল (নিজস¦ প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচনী শেষ প্রচারণামুলক মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ জুন বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আর ৭ জুন বুধবার দুপুর পর্যন্ত প্রচারণার শেষ দিন হলেও হাটবারের কারণে ৬ জুন মঙ্গলবার বিকেলের মধ্যে মিছিল সমাবেশ শেষ করেছেন অধিকাংশ প্রার্থীরা।
মঙ্গলবার বিকেলে বিশাল মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ও মাহাসড়ক প্রদক্ষিণ করে সভাপতি পদপ্রার্থী সাবের আলী মণ্ডল (ছাতা প্রতীক) এবং সভাপতি পদপ্রার্থী আবদুল মালেক বাবুল (দেয়ালঘড়ি প্রতীক)। আর সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেরাজ উদ্দিন (আম প্রতীক)। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী কাজি হাবিবুর রহমান মিঠু (কলস প্রতীক)। এছাড়াও সাধারণ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা (মোবাইল প্রতীক)।
অন্যদিকে, বাজার বণিক সমিতির নির্বাচনী প্রধান নির্বাচন কমিশনার ও কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ রুস্তম আলী প্রামাণিক জানিয়েছেন নির্বাচনী স্থান নির্ধারণ, প্রশাসনিক ব্যবস্থা, ব্যালট পেপার ছাপা, ব্যালট বাক্স সংগ্রহসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। আগামী ৮ জুন বৃহস্পতিবার শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশাবাদী তিনি। রা/অ