শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫৭ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
রাসিক নির্বাচনে বিএনপিপন্থি ২২ কাউন্সিলর প্রার্থী, ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ

রাসিক নির্বাচনে বিএনপিপন্থি ২২ কাউন্সিলর প্রার্থী, ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন বয়কট করেছে বিএনপি। তারপরেও রাসিক নির্বাচনে নারী-পুরুষসহ বিএনপিপন্থি অন্তত ২২ নেতাকর্মী অংশ নিচ্ছেন। রোববার (৪জুন) রাতে ওই সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রস্তুত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তাঁরা ভোটের দিন ভোটকেন্দ্রেও যাবেন না ভোট দিতে। এমনকি দলীয় নেতাকর্মীদেরও নিষেধ করা হয়েছে কারো পক্ষে প্রচারণায় অংশ না নিতে। তবে এর পরেও থামানো যায়নি কাউন্সিলর পদ প্রত্যাশী বিএনপিপন্থি নেতাকর্মীদের। রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে সব মিলিয়ে ১৫৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সংগঠনের কড়া হুশিয়ারি উপেক্ষা করে অংশ নিচ্ছেন নারী-পুরুষসহ বিএনপিপন্থি অন্তত ২২ নেতাকর্মী। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে মহানগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রে চিঠি দেওয়া হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।

দলীয় সূত্র মতে, রাসিক নির্বাচনে অংশ না নিতে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে কড়া হুশিয়ারি দেওয়া হয়েছিল। সে কারণে মেয়র পদে কেউ অংম নেননি। তবে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্তত ২২ জন নেতাকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন, ২নং ওয়ার্ডে ইয়াসিন আলী সরকার, ৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ডে ফজলে কবীর টুটুল, ৫নং ওয়ার্ডে কেএম ইফতেখার হামিদ, ৬নং ওয়ার্ডে বদিউজ্জামান, ১০নং ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১নং ওয়ার্ডে আবু বাক্কার কিনু, ১৪নং ওয়ার্ডে টুটুল, ১৫নং ওয়ার্ডে আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ডে বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ডে শহিদুল ইসলাম পচা, ১৯নং ওয়ার্ডে নুরুজ্জামান টিটো, ২২নং ওয়ার্ডে মির্জা পারভেজ রিপন, ২৫নং ওয়ার্ডে তরিকুল আলম পল্টু, ২৬নং ওয়ার্ডে আকতারুজ্জামান কোয়েল, ২৭নং ওয়ার্ডে আনোয়ারুল আমিন আজব, ২৮নং ওয়ার্ডে আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ডে সাইদুর রহমান।

এছাড়াও, সংরক্ষিত নারী আসনের ৩নং সংরক্ষিত ওয়ার্ডে মুসলিমা বেগম বেলী, ৪নং ওয়ার্ডে- পুতুল, ৫নং ওয়ার্ডে- সামসুন নাহার, ৮নং সংরক্ষিত ওয়ার্ডে শাহনাজ বেগম শিখা, ৯নং সংরক্ষিত ওয়ার্ডে- আয়শা খাতুন বিএনপিপন্থি বলে নিশ্চিত হওয়া গেছে।

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও কাউন্সিলরপ্রার্থী আনোয়ারুল আমিন আযব বলেন, ‘কাউন্সিরর পদে দলীয় ভোট করার সুযোগ নাই। এলাকার জনগণের অনুরোধে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। দল এখন ব্যবস্তা নিলে কিছু করার নাই।’

সংরক্ষিত নারী আসনের প্রার্থী ও মহানগর মহিলা দলের নেত্রী শামসুন নাহার বলেন, ‘আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছি না। গতবারও নির্বাচিত হয়েছি। নিজের দায়বদ্ধতা থেকে ভোট করছি। দলীয় সিদ্ধান্ত যদি আসে, সেটা নিয়ে পরে কথা হবে।’

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা বলেন, ‘আমরা বার বার কড়া হুশিয়ারি দেওয়ার পরেও দলীয় অনেকেই কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি প্রস্তুত করা হচ্ছে। তবে এ সংখ্যা এখনো নিশ্চিত নয়। আজ (রবিবার) সন্ধ্যায় সেটি চ’ড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ২০ জনের কাছাকাছি প্রার্থী আছে আমাদের। তাদের সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’ রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.