আটককৃত ২ জন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর গ্রামের মৃত শিশ মোহাম্মদের ছেলে তরিকুল ইসলাম (৬০) ও ২নং ওয়ার্ডের কালিতলা, ঝিলিম রোড এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে বিষু (৩৮)।
জানাগেছে, ১৭ মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লায় তরিকুলের বাড়িতে অভিযান চালায় ডিএনসি।
এ সময় একটি কক্ষে স্টিলের আলমিরার ড্রয়ারে লুকানো অবস্থায় ১৫টি পলিথিনের পোটলায় ৩০ গ্রাম হেরোইন ও মাদকদ্রব্য বিক্রির ৮০ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে ডিএনসির উপস্থিতি টের পেয়ে তানিয়া আক্তার নামে ১ নারী পালিয়ে যায়।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে উপ-পরিদর্শক খোন্দকার সুজাত আলী, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা খাতুন, গাড়ি চালক জাহিদুলসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান ২টি পরিচালনা করে।
অপরদিকে একই টিমের আরেক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনের রাস্তা থেকে ৩৫ পিস ইয়াবাসহ ১জনকে আটক করা হয়। ডিএনসি জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আনিছুর রহমান খাঁন ইয়াবা-হেরোইনসহ ২জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত আসামিরা ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়। আজকের তানোর