সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২০ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ মে) সকালে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৪ আদালতের বিচারক মাহবুব আলম আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচদিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আবারও আদালতের হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে আবারও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। এর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
কোর্ট পরিদর্শক আরও বলেন, মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের কাছে আছে। তারাই আসামি আবু সাঈদ চাঁদকে জিজ্ঞাসাবাদ করবেন।
এর আগে ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর বিকেলে তাকে আদালতে আনা হয়। আদালত তাকে পাঁচদিনের রিমান্ডে পাঠান।
উল্লেখ্য, ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পর রাজশাহীসহ বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়। রা/অ