রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪৯ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিসে মেয়র পদে মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, সরকারের হস্তক্ষেপ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
মেয়র প্রার্থী মুরশিদ আলম সাংবাদিকদের বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটমুক্ত আদর্শ মডেল সিটি করপোরেশনে রূপান্তরের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে আজকে মনোনয়নপত্র দাখিল করেছি। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে এসেছি। হাতপাখা প্রতীকের এই প্রার্থী বলেন, যদি নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দেয়, তবে আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে।
এই নির্বাচনই বলে দেবে জাতীয় নির্বাচনে কমিশন কতটুকু সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে। মেয়র পদে মনোনয়ন জমার সময় অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফাইশাল হোসেন মনি, রাজশাহী মহানগর সভাপতি তারিফ উদ্দিন, মহানগরের সাংগঠনিক সম্পাদক রাব্বিন জামান ও সাবেক মেয়র প্রার্থী শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। মঙ্গলবার শেষ দিন পর্যন্ত চারজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপফুল)। রা/অ