সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৪ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদ পুঠিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
সোমবার (২২মে) রাতে সাংবাদিকদের মিজানুর রহমান মিনু বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করি। ওভাবে ব্যক্তিগত আক্রমণটা করাটা ঠিক হয়নি। মুরব্বি হিসেবে আমি তাঁর পক্ষে দুঃখ প্রকাশ করছি। তার হয়ে ক্ষমা চাইছি সবার কাছে।’
এর আগে গত শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে আবু সাঈদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার, আমরা করব।’
ভিডিওটি সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হওয়ার পর উত্তাল হয়ে উঠে সারাদেশ।
এ ঘটনায় রোববার দিবাগত রাতে আবু সাঈদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী দমন আইনে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ। এ ছাড়া এ বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগ রাজশাহীসহ দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগের অঙ্গসংগঠন।
মিজানুর রহমান মিনু আরও বলেন, ‘বাইরে থাকার কারণে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিতে পারছি না। মুঠোফোনে কল করে সাংবাদিকদের বলছি। রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিতে গেলে এ ধরনের ‘‘স্লিপ অব টাং’’ হয়ে যায়। আমাদেরও এ রকম হয়। কিন্তু ভুল করার সঙ্গে সঙ্গে আমরা সংশোধন করে দিই। দরকার হলে সংবাদ সম্মেলন করে ভুল সংশোধন করি, ক্ষমা চাই। চাঁদ এটা ভুল করেছে। তারও সঙ্গে সঙ্গে সংশোধন আনা উচিত ছিল।’
এ ধরনের বক্তব্য না দেয়ার জন্য দলের নির্দেশনা রয়েছে উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, ‘চাঁদের বক্তব্য আমাদের দলের কথা নয়। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, শুধু এই বক্তব্যই দেয়ার কথা আমাদের। কিন্তু চাঁদ আবেগ প্রবণ মানুষ। সে জন্য হয়তো এ ধরনের কথা বলে ফেলেছে। তার ভাই হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। তার হয়ে ক্ষমা চাইছি সবার কাছে।’রা/অ