সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪০ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ সরকারি খাদ্যগুদামে নিম্নমাণের চাল সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কতিপয় কর্মকর্তার যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ সদরের আতাহার, নওগাঁর মহাদেবপুর ও পাবনার চাঁচকৈড় এলাকা থেকে নিম্নমানের চাল কিনে সরকারি গুদামে সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, নীতিমালা অনুযায়ী চুক্তিবদ্ধ মিলারকে সংশ্লিষ্ট এলাকায় নিজস্ব মিলে চাল উৎপাদন করে খাদ্যগুদামে সরবরাহ করার কথা বলা হয়েছে। কিন্তু কোন মিলার নিজ মিলে চাল উৎপাদন করেন না বাইরে থেকে কিনে সরকারি খাদ্যগুদামে বিক্রি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২১ মে রোববার দুপুরে ট্রাক্টরে করে এক ট্রাক্টর চাল নিয়ে আশা হয় কামারগাঁ সরকারি খাদ্যগুদামে। মুন্ডুমালা পৌর এলাকার আব্দুস সাত্তার মাস্টার চাঁপাইনবাবগঞ্জ সদরের আতাহার এলাকার মেসার্স ভাই ভাই চাল কল থেকে এসব চাল নিয়ে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, বিভিন্ন এলাকা থেকে ওএমএস, খাদ্যবান্ধব ও ভিজিডি কর্মসূচির চাল কিনে ওই মিল থেকে পালিশ করে সরকারি গুদামে আনা হয়েছে। এসব চালের মান খারাপ, পরীক্ষা করা হলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
এবিষয়ে জানতে চাইলে আব্দুস সাত্তার মাস্টার বলেন, তিনি হজ্জব্রত পালনের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন, তবে মুন্ডুমালা মিল থেকে চাল দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
এবিষয়ে জানতে চাইলে কামারগাঁ সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বিভিন্ন অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, তানোরের বাইরে থেকে চাল আনা যাবে না এমন কোনো কথা নাই। ভাল মানের চাল যেকোনো এলাকা থেকে দেয়া যাবে। আর তানোরে ওই রকম চালকল নাই।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নুরুন্নবী বলেন, তিনি এখন মোহনপুর উপজেলায় আছেন। চালগুলো কোথা থেকে আসছে খোঁজ না নিয়ে বলতে পারবেন না।
এসব চাল চাঁপাইনবাবগঞ্জ সদরের আতাহার থেকে আসছে জানানো হলে তিনি বলেন, মিলারদের নিজস্ব মিল থেকে চাল দিতে হবে বাইরের এলাকা থেকে চাল এনে দেয়া যাবে না। এবিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। রা/অ