রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৬ am
সম্প্রতি সোমবার রাজশাহীর মোহনপুর সরকারি হাইস্কুলে শিক্ষকের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন নিয়ে দুটি অনলাইন নিউজপোর্টালে মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে বলে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক নুরুল ইসলাম। এক প্রতিবাদ লিপিতে শিক্ষক নুরুল ইসলাম দাবি করেছেন- তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
তার বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়ে তার কোনো সংশ্লিষ্টতা নেই। বর্তমান কর্মস্থল মোহনপুর সরকারি হাইস্কুল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে কক্সবাজার অবস্থিত। কাজেই ওই মানববন্ধন বিষয়ে তিনি কিছুই জানেন না।
তাছাড়া শিক্ষার্থীদের নির্যাতন বিষয়ে একাধিক তদন্ত প্রতিবেদনে তার দোষ সংশ্লিষ্ট কোনো অভিযোগ প্রমান হয়নি। প্রকৃতপক্ষে তার প্রতিপক্ষ একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট সংবাদ পরিবেশন করে এলাকায় তার ভাবমূর্তি ও সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। কাজেই এ ধরণের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদে, নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মোহনপুর সরকারি হাইস্কুল, রাজশাহী। রা/অ