বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ১০:৪১ pm

সংবাদ শিরোনাম ::
নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ
আসাদের সাথে রাসিক নির্বাচনের সভা করায় নয়টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত

আসাদের সাথে রাসিক নির্বাচনের সভা করায় নয়টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সাথে সভা করার পবা উপজেলার কাটাখালী পৌর সভার ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি কমিটি বিলুপ্ত করা হয়েছে। রোববার (১৪ মে) বিকেলে রাজশাহী জেলার পবা উপজেলার কাটাখালী পৌর সভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামা ও সাধারণ সম্পাদক জহুরুল আলম রিপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ড কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে ১৪ মে রোববার থেকে কমিটিগুলো বিলুপ্ত বা বাতিল করা হলো। দ্রুতই সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করা হবে। তিন বছর মেয়াদী করা কমিটি গুলোর মেয়াদ এক বছর আগে উত্তীর্ণ হয়েছিল।কমিটিগুলো বাতিল করার আগে গত ৬ মে সিটি নির্বাচন নিয়ে কাটাখালী পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির নেতাদের সাথে সভা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সভা শেষে আসাদের নেতৃত্বে ওয়ার্ড কমিটির নেতারা কাটাখালী বাজারে জনসংযোগ করেন। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে আসাদ দলের মনোনয়ন প্রত্যাশা করেন। গত জাতীয় নির্বাচনের আগেও তিনি এ আসনে মনোনয়ন চেয়েছিলেন। দলের তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয়।

পদ হারানো নেতারা বলছেন, আসাদের সাথে সভা করার বিষয়টি পছন্দ হয়নি স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনের। এ কারণে তিনিই সভাপতি/সাধারণ সম্পাদকের মাধ্যমে ওয়ার্ড কমিটি গুলো বাতিল করিয়েছেন। এ বিষয়ে জানতে স্থানীয় সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের যোগাযোগ করা হলে, তাকে না পেয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাটাখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিলুপ্ত করে দেওয়া কমিটির সভাপতি মো. মানিক বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে চা-চক্র করতে এসেছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এখানে পৌরসভার ৯টি ওয়ার্ডেরই নেতা-কর্মীরা অংশ নেন। এসময় কাটাখালি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি /সাধারণ সম্পাদক মিলে প্রায় ১২ জন উপস্থিত ছিলেন। আসাদ ভাইয়ের সাথে বসার কারণেই আমাদের কমিটি বাতিল করা হয়েছে।’

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সিটি করপোরেশনের পাশের এলাকাটাই হলো কাটাখালী পৌরসভা। পৌরসভার পাশে রাজশাহী সিটি কপোরেশনের ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড জামায়াত অধ্যুষিত। এই সকল ওয়ার্ডে যেন কাটাখালী পৌর এলাকার আওয়ামী লীগ নেতারা নৌকার জন্য কাজ করেন, সে উদ্দেশ্যেই তাঁদের সঙ্গে মিটিং করি। এর পর শুনছি সব ওয়ার্ড কমিটি বাতিল করা হয়েছে।’
আওয়ামী লীগ আসাদ আরও বলেন, ‘কমিটির মেয়াদ উত্তীর্ণকে বাতিলের কারণ দেখানো হয়েছে। কিন্তু এর চেয়েও বেশি দিনের মেয়াদোত্তীর্ণ কমিটি এখনো পবায় রয়েছে। সেগুলো বাতিল করা হয়নি। যারা পদ হারিয়েছেন, তাঁরা বলছেন যে আমার সঙ্গে সভা করার কারণেই কমিটি বাতিল করা হয়েছে। তবে আমি এটা বিশ্বাস করতে চাই না। মেয়র খায়রুজ্জামান লিটনকে আবারও নির্বাচিত করার জন্য সভা করে আমি যদি অপরাধ করে থাকি, তাহলে ঠিক আছে।’

কাটাখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল আলম রিপন বলেন, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়াটাই কমিটি বাতিলের এক মাত্র কারণ নয়। তিনি বলেন, ‘এই কমিটিগুলো নিজের মতো করে দিয়েছিলেন কাটাখালী পৌরসভার বরখাস্ত মেয়র আব্বাস আলী। তিনি তখন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। এখন আমরা নতুন কমিটি ডাকলে ওয়ার্ড কমিটির বেশির ভাগ নেতা আসেন না। তাঁরা দল থেকে বহিষ্কার হওয়া আব্বাসের পেছনেই ঘুরে বেড়ান। বহিষ্কৃত নেতার সাথে দলের লোকদের সম্পর্ক তো মানা যায় না।’

জহুরুল আরও বলেন, ‘আসাদুজ্জামান আসাদ বহিষ্কৃত না। জেলার নেতা হিসেবে তিনি পৌরসভার ওয়ার্ডের নেতাদের সঙ্গে যেকোনো বিষয়ে বসতেই পারেন। এবার যদি আসাদ ভাই এমপি প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পান, তাহলে তো তাঁর জন্য আমাকেও কাজ করতে হবে। তাঁর সাথে বসার কারণে কমিটি বাতিল করা হয়েছে এমন কথাটা ঠিক নয়। কমিটি বাতিলের বিষয়ে বর্তমান সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের কোনো ধরনের নির্দেশনা ছিল না।’ রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.