সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫৬ pm

সংবাদ শিরোনাম ::
নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি
বাফুফে সভাপতি অসুস্থ, তার মানসিক চিকিৎসা প্রয়োজন : ব্যারিস্টার সুমন

বাফুফে সভাপতি অসুস্থ, তার মানসিক চিকিৎসা প্রয়োজন : ব্যারিস্টার সুমন

ডেস্ক রির্পোট :
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান পরিচালনা পর্ষদের কঠোর সমালোচক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। বুধবার (৩ মে) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ‘বাবা’ নিয়ে সালাউদ্দিনের আপত্তিকর মন্তব্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘গতকাল সালাউদ্দিন সাংবাদিকদের বাবা নিয়ে অশালীন কথা বলেছেন। একটা মানুষ কতটা অসুস্থ হলে এ ধরনের কথা বলতে পারে। সাংবাদিকরা ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আসলে কাজী সালাউদ্দিন অসুস্থ মানসিকতার মানুষ। তার চিকিৎসা প্রয়োজন। এ ধরনের অসুস্থ মানুষ ফুটবল ফেডারেশনের সভাপতি থাকা উচিত না। সে কতটা অসুস্থ আমি নিরুপণ করতে পারবো না। তবে নষ্ট যে এ ব্যাপারে আমি নিশ্চিত।’

সালাউদ্দিনের ক্ষমা প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ‘উনি ক্ষমা তো চেয়েছেন বেঁচে যাওয়ার জন্য। পরিস্থিতি থেকে উৎরায়ে যাওয়ার জন্য এটা তার কৌশল। সাংবাদিকদের বিষয়ে উনি যে কি ধারণা পোষণ করেন এটা নিশ্চিত হওয়া গেছে।’

গতকাল যখন সংবাদ সম্মেলন শুরুর প্রস্তুতি চলছিল। তখন সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন বাফুফে সভাপতি সালাউদ্দিন। যার কিছু কথা ধরা পড়ে সাংবাদিকদের রেকর্ডারে। আর সেসব কথায় ক্ষোভের সৃষ্টি হয় সাংবাদিকদের মধ্যে।

আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরুর আগে সহকর্মীদের সঙ্গে সালাউদ্দিনকে সাংবাদিকদের বাবা-মা নিয়ে কটাক্ষ করতে শোনা যায় সেই রেকর্ডে। তার পাশে থাকা বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের কাছে বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে ফটো (ছবি) দিতে হবে তাদের বাপ-মায়ের।’

পাশে থাকা বাফুফের অন্য কোনো সদস্যদের মধ্যে কেউ একজন কিছু বললে, প্রত্যুত্তরে সালাউদ্দিন বলেন, ‘আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

পরে অবশ্য বাফুফে থেকে একটি ভিডিও বার্তা পাঠান সালাউদ্দিন। সেখানে আবার তিনি স্রেফ মজা করছিলেন বলে উল্লেখ করেন, ‘আমি জার্নালিস্টদের হার্ট করার জন্য বলিনি। আমি নাবিলের সঙ্গে একটা জিনিস নিয়ে মজা করছিলাম। সেটা যে কেউ টেপ করছিল আমি জানি না।’ রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.