সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৯ pm
মো. বকুল হোসেন, তানোর :
রাজশাহীর তানোরে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহার ট্যাবলেট (ট্যাব) বিতরণ করলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
রোববার ৩০ এপ্রিল দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্কুল ও মাদ্রাসায় অধ্যায়নরত ৯ম-১০ম শ্রেণির প্রথম ৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। এসময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তানোর উপজেলা পরিসংখ্যান অফিসার মো. শরিফুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমপি ফারুক চৌধুরী। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মাঝে উপহার হিসাবে যে ট্যাবলেট (ট্যাব) তুলে দিচ্ছেন সেটা ভালো কাজে তোমরা ব্যবহার করবে।
এমপি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ হতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের ভূমিকা অপরিসীম। এই ট্যাবলেট (ট্যাব) হতে শিক্ষাণীয় অনেক কিছু জানার ও বোঝার আছে। তোমরা সেটা জানতে পারবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সোনিয়া সরদার।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমানসহ তানোর উপজেলা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ। এর পূর্বে প্রধান অতিথি মহোদয় তানোর উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। রা/অ