শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:০৬ pm
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজার মনাকষা মোড় হতে খাসেরহাট জিসি ভায়া মনাকষা হাট পর্যন্ত সোয়া ১১ কিলোমিটার রাস্তা দির্ঘ ১৫ বছর পর পাকাকরণের কাজ শুরু হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্ববধানে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এ রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
জানা যায়- গত ১৫ বছর ধরে এ রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছিল। এলাকাবাসীদের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্যের হস্তক্ষেপে রাস্তার মেরামত কাজের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। রাস্তাটির মেরামত কাজ সম্পন্ন হলে এলাকাবাসীসহ পথচারীদের দুভোর্গ লাঘব হবে।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ ও সার্ভেয়ার আবদুল হাকিমসহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের তানোর