সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৪ pm

সংবাদ শিরোনাম ::
বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি চালকরা দাবি আদায়ে রাস্তায়, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি
তানোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল

তানোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, তানোর :
জীবনযাত্রার অব্যাহত ব্যয় বৃদ্ধি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার শেষ বিকেলের দিকে পৌর সদর ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি ও ইফতার অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব শিক্ষাবিদ শ্রী বিশ্বনাথ সরকার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র জেলা বিএনপির অন্যতম নেতা মিজানুর রহমান মিজান।

এসময় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরনজাই ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক খাঁন, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান মোজাম্মেল হক, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা, সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হক তোফা, ইয়াসিন, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিয়তুল্লা, সাবেক ছাত্রদল নেতা এমদাদ মন্ডল, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, পৌর যুবদল নেতা আবুল কাশেম, আতিকুর রহমান ও ছাত্রদল নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসুচি নিয়ে ক্ষমতাসীন দলের মাথা ব্যথার শেষ নেই। সেটা আপনারা বুঝতে পারছেন, তাদের চিন্তায় চেতনা কিভাবে বিএনপির আন্দোলন দমানো যায়। আর কিভাবে মামলা দিয়ে হয়রানি করা যায়। যেখানে দেশের মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য হাহাকার করছে। দিনের দিন নিত্যপণ্য দ্রব্যমূল্যের বাজার লাগামহীন, সেদিকে তাদের নজর নেই। উন্নয়নের মহাকাব্যে মহা দূর্নীতি ব্যস্ত, বিএনপির ১০ দফা আদায়ে তৃনমূল পর্যন্ত বা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে আন্দোলন তখনই শুরু হয়েছে দমন পিড়ন।

দেশের সকল রাজনৈতিক দল ১০ দফায় সমর্থন দিয়ে আন্দোলন করছে এটা তাদের সহ্য হচ্ছে না। তারা শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি পালন শুরু করেছে। তারাই তো দেশের অশান্তি ছড়াচ্ছে। আগামী নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তারা ততই তালমাতাল হয়ে পড়ছে। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া নির্বাচন হবে না, নিরপেক্ষ সরকারের দাবিতে সকল দল ও বিদেশীরা একমত।

কিন্তু বর্তমান সরকার সেটা চায় না। কারণ তারাও জানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে তাদের কি অবস্থার সৃষ্টি হবে। সুতরাং বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে। বিএনপির আন্দোলন করার নাকি ক্ষমতা নেই। অথচ পবিত্র রমজান মাসেও তাদের আগ্রাসন থেকে মুক্তি পায়নি জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।

শান্তিপূর্ণ কর্মসূচি থেকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দেওয়া হোক। নচেৎ যত গ্রেফতার মামলা হবে বিএনপির নেতাকর্মীরা ততই জাগ্রত হবে। জেল ও জুলুম আর মামলা হামলা আমাদের দৈনিক রুটিংয়ে পরিণত হয়েছে। এজন্য সকল ধরনের ভেদাভেদ ভূলে সবাইকে এক কাতারে সামিল হতে হবে। আন্দোলন শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বা দমানো যাবে না।

ইফতার সামনে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.