রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৮ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় নিরাপদ সুপেয় পানি সরবরাহে গভীর নলকূপ চালু হওয়াই মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ লক্ষ্যে ১ এপ্রিল শনিবার পৌরসভার হাজিডাঙ্গা গভীর নলকূপটি এলাকাবাসীর নিরাপদ সুপেয় পানির চাহিদা মিটানোর লক্ষ্যে চালু করেন পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখাঁন।
তিনি বলেন, এ গভীর নলকূপ থেকে ইসলামপুর, কাঁটাপুকুর, কাদিকোলা ও রেলস্টেশন এলাকার মানুষ পানি পেয়ে থাকবে। এছাড়াও অতি শীঘ্রই আরও তিনটি গভীর নলকূপ চালু হবে। এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম শেষের পথে।
সরকার দেশের ৩০টি পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটারি সুবিধা দিতে পৌরসভার সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রকল্পের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশহিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এ পৌরসভায় নতুন ৪৮ কি.মি পাইপ লাইন স্থাপনের কাজ শেষের পথে।
এর ফলে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ সমস্যা দূর হবে। ১১.০৮ বর্গ.কি নাচোল পৌরসভায় ২৫ হাজার মানুষের বসবাস। এ পৌরসভার নাগরিকের সুপেয় পানি পানের সুবিধার্তে ৫ ও ৭ নং ওয়ার্ডের মুরাদপুর ও গরুর হাট এলাকায় গভীর নলকূপ স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
এ পৌরসভায় পানির গ্রাহকের সংখ্যা প্রায় দেড় হাজার। নতুনভাবে আড়াই হাজার গ্রাহকের সংখ্যা সংযুক্ত হয়েছে। শীঘ্রই আরো তিনটি গভীর নলকূপ চালুর মধ্য দিয়ে পৌর এলাকার মানুষের দীর্ঘদিনের পানির চাহিদা মেটানো সম্ভব হবে।
তবে পৌরসভার আন্তরিকতার ঘাটতি নেই। সুপেয় পানির চাহিদা মেটাতে দেশের ৩০ টি পৌরসভার মধ্যে নাচোল পৌরসভায় নিরাপদ সুপেয় পানি সরবরাহ ও স্যানিটারি সুবিধা দিতে প্রকল্প হাতে নেয় সরকার।
নাচোল জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ -সহকারী প্রকৌশলী ইউসুফ আলী জানান, বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নাচোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গুঠইল, ৬ নম্বর ওয়ার্ডের হাজিডাংগা ও কাটাপুুকুর ছাড়াও ৯ নম্বর ওয়ার্ডের কন্যানগরে গভীর নলকূপ স্থাপনসহ পাইপ লাইনের কাজ শেষের পথে।
প্রায় ৪৮ কি.মি পাইপ লাইনের মাধ্যমে পুরো এলাকায় পানি সরবরাহ করা হবে। এর ফলে গ্রাহকদের পানি পেতে বিড়ম্বনায় পড়তে হবে না। ৪টি ওয়ার্ডে ১৪০ হাজার লিটার পানি উত্তোলনে সক্ষম ৪টি পাম্প স্থাপনসহ পাইপলাইন সংযোগ ও মিটার লাগানোর কাজ শেষের পথে।
জনস্বাস্থ্য অধিদপ্তরের তত্বাবধানে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নাচোল পৌরসভার ৪টি ওয়ার্ডে ১৪০ হাজার লিটার পানি উত্তোলনে সক্ষম গভীর নলকূপ স্থাপনসহ পাইপ লাইনের কাজ শেষের পথে। চাহিদার বিপরীতে প্রতিটি নলকূপ থেকে ৩৫ হাজার লিটার পানি উত্তোলন করা যাবে।
এতে পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকট সমস্যা দূর হবে। মেয়র আব্দুর রশিদ ঝালুখাঁন বলেন, পুরনো দু’টি পাম্প ছাড়াও আরো নতুন ৪টি পাম্পের সবধরণের কাজ শেষের পথে। এর মধ্যে পানি সংকটের কারণে একটি গভীর নলকূপ চালু করা হয়েছে এবং বাকি তিনটি শীঘ্রই চালু হবে। এরফলে পৌরবাসীর দীর্ঘদিনের পানি সংকট দূর হবে। গ্রাহকদের চাহিদামত সংযোগের কাজ চালু রয়েছে। রা/অ