রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪১ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
নিয়ামতপুরে প্রধান শিক্ষক-সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

নিয়ামতপুরে প্রধান শিক্ষক-সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

ডেস্ক রির্পোট :
নওগাঁর নিয়ামতপুরের রামগাঁ-সাহাপুর (আরএস) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গত বুধবার (১৫ মার্চ) নওগাঁ জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ-সাহাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন।

জানা যায়, প্রধান শিক্ষক, সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পরস্পরের যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে রয়েছে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অধিক অর্থ আদায়, রশিদ ছাড়া অর্থ আদায়, ম্যানেজিং কমিটির নির্বাচন এবং নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ। ফলে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই বললেই চলে।

রামগাঁ এলাকার সিদ্দিক হোসেন নামে এক অভিভাবক বলেন, সভাপতির বাড়িতে বোর্ড বসিয়ে গোপনে নিয়োগ প্রদান করা হয়। অফিস সহায়ক, লাইব্রেরিয়ান ও নৈশ প্রহরীসহ বিভিন্ন পদে ৪০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও বিদ্যালয়ের আনুমানিক ১ লাখ টাকা মূল্যের গাছ বিক্রি সে টাকাও আত্মসাৎ করেন। এসব টাকা প্রধান শিক্ষক ও সভাপতির পকেটে। ৫ বছর আগে প্রধান শিক্ষক নিয়োগেও ১৩ লাখ টাকা নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী শিপুল রানা বলেন, ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। করোনার কারণে পরীক্ষা না হওয়ায় সরকার ফরম পূরণের টাকা ফেরত দিয়েছে। অথচ প্রধান শিক্ষক আমাদের কোনো টাকা ফেরত দেয়নি। ফরম পূরণের জন্য প্রধান শিক্ষক বোর্ডের নির্ধারিত ফি থেকেও ২ হাজার ৫শ টাকা বেশি নিয়েছে।

উজ্জ্বল কুমার নামে একজন অভিযোগ করে বলেন, পিয়ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক ৪ লাখ টাকা নিয়েছেন। অথচ আজ পর্যন্ত আমার চাকরি হয়নি টাকাও ফেরত দেননি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রতন মণ্ডল বলেন, বিদ্যালয় সংস্কারের জন্য ১ লাখ টাকা বরাদ্দ হয়েছে। অথচ কোনো কাজ না করেই এসব টাকা প্রধান শিক্ষক ও সভাপতি আত্মসাৎ করেছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ২০২১ সালের ২১ ডিসেম্বর যৌথ নামে বিদ্যালয়ের হিসাব খোলা হয়। তখন আহ্বায়ক কমিটি থাকার কারণে টাকা উত্তোলন করা যায়নি। এ বছরের জানুয়ারিতে নতুন কমিটি হয়েছে। কয়েকদিন আগে থেকে টাকা উত্তোলন করে ফেরত প্রদান করা হচ্ছে।

গাছ বিক্রির বিষয়ে তিনি বলেন, মাঠে এত বড় গাছ ছিলো না। একটি ছোট গাছ ছিল তা ঝড়ে পড়ে গিয়েছিলো। সেটা এলাকাবাসী নিয়ে চলে গেছে।

বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশীদ বলেন, সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রদান করা হয়েছে। স্কুলেই বোর্ড বসিয়ে মেধাতালিকা অনুযায়ী নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগে অর্থের কোনো লেনদেন হয়নি। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু লোক এমন অভিযোগ করেছেন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। নিয়োগ বোর্ড সম্পর্কে যেসব অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বিদ্যালয়ের সবার সামনেই নিয়োগ বোর্ড বসে বিধি অনুযায়ী নিয়োগ প্রদান করা হয়েছে। সূত্র : ইত্তেফাক

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.